মায়ের নামে নালিশ

মুনির শফিক (৩১,২০০) | বুধবার , ১৯ জুলাই, ২০২৩ at ১০:৩৭ পূর্বাহ্ণ

যখন তখন মায়ের চোখটি দেয় যে ছোটন ফাঁকি

মায়ে বলেন এই ছেলেকে আগলে কেমন রাখি।

এই দেখা যায় পুকুর ঘাটে কিংবা ঘাটের নায়ে

জামাকাপড় সব ভিজিয়ে ফিরছে কাদা গায়ে।

পড়ায় বসে ঘুমিয়ে পড়ে কিংবা ছিঁড়ে খাতা

টেবিল থেকে গ্লাসটি ধরেই ভেঙে করে যাতা।

দুষ্টুমিতে লেগেই থাকে ছোটন সারাক্ষণ

বকা দিলে গাল ফুলিয়ে করে খারাপ মন।

মায়ের নামে নালিশ নিয়ে বাবার কাছে ছুটে ।

তখন বাবার আদর পেয়ে হেসে কোলে ওঠে।

পূর্ববর্তী নিবন্ধইচ্ছে
পরবর্তী নিবন্ধকুসংস্কার