আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীতে নতুন তিন সদস্যকে অন্তর্ভুক্ত করা হয়েছে। তারা হলেন দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ সদস্য, রাসিক মেয়র ও রাজশাহী মহানগর আওয়ামী লীগ সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন, কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম এবং কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও সাবেক মন্ত্রী অ্যাড. কামরুল ইসলাম। গতকাল শুক্রবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভায় এদেরকে দলের সভাপতিমণ্ডলীতে অন্তর্ভুক্ত করা হয়। সভার একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন। খবর বাংলানিউজের।
বিকেল চারটায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের এ সভা শুরু হয়। এতে সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।