মহান আল্লাহপাকের সন্তুষ্টি অর্জনের জন্য যে দান করা হয় তাকে সাদকাহ বলে এবং রমজানের শেষে রোজা ভঙ্গের জন্য যে সাদকাহ ওয়াজিব হয় তাকে ‘সাদকাতুল ফিতর’ বলা হয়। নামাজ ভুল করার কারণে যেরূপ সিজদায়ে সাহু প্রদান করতে হয় তদ্রুপ রোজার ভুলের কাফফারা হল সাদাকাতুল ফিতর। স্বাধীন মুসলমান যার জীবিকা নির্বাহের অত্যাবশ্যকীয় উপকরণ যেমন– বাসস্থান, বস্ত্র, ঘরের সরঞ্জামাদি, খাদ্যদ্রব্য, বাহন, যুদ্ধাস্ত্র, দাস–দাসী ইত্যাদি ব্যতীত নিসাব পরিমাণ মালের মালিক হলে তার উপর সাদাকাতুল ফিতর ওয়াজিব হবে।
(হেদায়া, ১ম খণ্ড)। যাকাত ফরজ হওয়ার ক্ষেত্রে নিসাব পরিমাণ মালের মালিক এক বছর পূর্ণ হওয়া শর্ত। কিন্তু সাদাকাতুল ফিতরের ক্ষেত্রে ঈদের দিন সুবেহ সাদিকের পূর্ব মুহূর্তে নিসাব পরিমাণ সম্পদের মালিক হলে সাদাকাতুল ফিতর ওয়াজিব হবে। (নুরুল ইজাহ)।
সাদাকাতুল ফিতর নিজের এবং নিজের নাবালক সন্তানদের পক্ষ থেকে দেওয়া ওয়াজিব। প্রাপ্ত বয়স্ক সন্তান যদি মতিভ্রম ও পাগল হয় তার সাদাকাতুল ফিতর আদায় করা মাতা পিতার উপর ওয়াজিব হবে। সাদাকাতুল ফিতর ওয়াজিব হওয়ার পর কোনো কারণে সম্পদগুলো ধ্বংস হয়ে গেলেও সাদাকাতুল ফিতর আদায় করতে হবে। (ফতোয়ায়ে শামী, ২য় খণ্ড)। কোনো ব্যক্তি তার অপ্রাপ্ত বয়স্ক মেয়েকে বিয়ে দিয়ে স্বামীর ঘরে তুলে দিলেও ঈদের দিন পিতার উপর ‘সাদাকাতুল ফিতর’ আদায় করা ওয়াজিব হবে। (ফতোয়ায়ে আলমগীরী, ১ম খণ্ড)।
কোনো ব্যক্তির দাদা–দাদী, নানা–নানী, মাতা– পিতা, প্রাপ্ত বয়স্ক ছেলে–মেয়ে ও স্ত্রীর পক্ষে সাদাকাতুল ফিতর আদায় করা কর্তব্য নয়। কিন্তু তাদের পক্ষ হতে আদায় করলে তা আদায় হয়ে যাবে। (ফতোয়ায়ে আলমগীরী, ১ম খণ্ড)। একজনের সাদাকাতুল ফিতর এক ব্যক্তিকে বা কয়েক জনকে বণ্টন করা বৈধ। আবার অনেক জনের সাদাকাতুল ফিতর একজনকে দেওয়াও জায়েজ আছে। কারো অনুমতি ছাড়া তার ‘সাদাকাতুল ফিতর’ আদায় করা জায়েজ নেই। (ফতোয়ায়ে আলমগীরী, ১ম)। যার উপর সাদাকাতুল ফিতর ওয়াজিব হল সে যদি আদায় করার পূর্বে মারা যায় তবে মৃত ব্যক্তির পরিত্যক্ত সম্পত্তি হতে সাদাকাতুল ফিতর আদায় করা ওয়াজিব নয়। কিন্তু তার উত্তরসুরীরা যদি সাদাকা আদায় করে দেয় তবে আদায় হয়ে যাবে। উত্তরসুরীরা নিষেধ করলে জোরপূর্বক তাদের হতে সাদাকা আদায় করা নাজায়েজ। অবশ্যই মৃত ব্যক্তি যদি এ ব্যাপারে ওয়ারিশদের অসিয়ত করে যান তবে তার মালের এক তৃতীয়াংশ হতে সাদাকাতুল ফিতর আদায় করা ওয়াজিব হবে। (ফতোয়ায়ে আলমগীরী, ১ম খণ্ড)