জমিয়তুল ফালাহ্ মসজিদ চত্বর থেকে গতকাল শনিবার আনজুমান–এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের উদ্যোগে এবং গাউসিয়া কমিটি বাংলাদেশের সহযোগিতায় মাহে রবিউল আউয়ালকে স্বাগত জানিয়ে বিশাল শোভাযাত্রা বের করা হয়। আনজুমান ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মনজুর আলমের নেতৃত্বে অনুষ্ঠিত র্যালিপূর্ব সমাবেশে প্রধান বক্তার বক্তব্য রাখেন আনজুমান ট্রাস্টের সেক্রেটারি জেনারেল মুহাম্মদ আনোয়ার হোসেন। অন্যদের মধ্যে বক্তব্য দেন, অ্যাডিশনাল সেক্রেটারি মোহাম্মদ সামশুদ্দিন, জয়েন্ট সেক্রেটারি সিরাজুল হক, অ্যাসিস্টেন্ট সেক্রেটারি এস এম গিয়াস উদ্দিন, প্রেস অ্যান্ড পাবলিকেশন সেক্রেটারি গোলাম মহিউদ্দিন।
এতে বক্তারা বলেন, যাঁকে সৃষ্টি না করলে আল্লাহপাক কিছুই সৃষ্টি করতেন না এবং যাঁকে সমগ্র সৃষ্টির জন্য ‘রহমত’ বলে পাক কোরআনে বলা হয়েছে, তাঁর শুভাগমনের মাস রবিউল আউয়াল শরীফ আমাদের সামনে উপস্থিত হয়ে গেছে। এমন মহান রবিউল আউয়াল আসবে আর চুপেচাপে চলে যাবে –তা হতে পারে না। এই মাসে ঈমানদার খামোশ থাকবেনা, যার যার সামর্থ্যের মধ্যে এই মাসকে শরিয়ত সম্মতভাবে উদযাপন করতে ঈদে মিলাদুন্নবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন এবং জসনে জুলুস বের করবে। গাউসে জামান তৈয়্যব শাহ্ র নির্দেশনা অনুসরণে ১৯৭৪ থেকে আনজুমান যে জসনে জুলুস চট্টগ্রামে শুরু করেছে, এটা এতো বেশি গ্রহণযোগ্যতা পেয়েছে যে এর পথ ধরে আজ দেশের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে বের করা হচ্ছে হাজারো জুলুস। আর, চট্টগ্রামের এই জুলুসটি বর্তমানে বিশ্ব সেরা জসনে জুলুস হিসেবে গণ্য হচ্ছে। এবারো ১২ রবিউল আউয়াল চট্টগ্রামে আনজুমান বের করবে ৫৪ তম জসনে জুলুস। শোভাযাত্রার মাধ্যমে আমরা দেশবাসীকে সেই জসনে জুলুসের দাওয়াত দিয়ে যাচ্ছি, আহবান জানাচ্ছি, অবশ্যই আমাদের এই ঐতিহ্যবাহী জুলুসে যারা আসবেন তারা যেন আনজুমানের দিক নির্দেশ মেনে চলেন। কোনো অবস্থাতেই শরিয়তের সাথে অসামঞ্জস্যপূর্ণ কোনো কাজ এখানে প্রশ্রয় দেওয়া যাবে না। আনজুমান ট্রাস্টের মুখপাত্র অ্যাড. মোছাহেব উদ্দিন বখতিয়ারে সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন পেয়ার মোহাম্মদ, আবদুল হামিদ, আবদুল হাই মাসুম, প্রফেসর জসিম উদ্দীন, মাহবুবুল আলম, সাদেক হোসেন পাপ্পু, মাহবুব ছাফা, মোহাম্মদ হোসেন খোকন, মাহমুদ নেওয়াজ, মোহাম্মদ ইলিয়াস প্রমূখ। র্যালিপূর্ব মোনাজাত করেন জামেয়ার সাবেক অধ্যক্ষ আল্লামা মুফতি সৈয়দ অসিয়র রহমান আলকাদেরী। প্রেস বিজ্ঞপ্তি।