মাহে রবিউল আউয়ালকে স্বাগত জানিয়ে র‌্যালি

আজাদী ডেস্ক | শনিবার , ১৭ অক্টোবর, ২০২০ at ৭:১৯ পূর্বাহ্ণ

মাহে রবিউল আউয়ালকে
স্বাগত জানিয়ে র‌্যালি

মাহে রবিউল আউয়ালকে স্বাগত জানিয়ে বিভিন্নস্থানে র‌্যালি বের করা হয়েছে।
দরবারে হাশেমীয়া : দরবারে হাশেমীয়া আলীয়া শরীফে আঞ্জুমানে মুহিব্বানে রাসূল (দ.) গাউছিয়া জিলানী কমিটির উদ্যোগে আন্তর্জাতিক ১২ দিনব্যাপী ঈদে মিলাদুন্নবী (দ.) শীর্ষক সেমিনার আজ হতে ২৮ অক্টোবর পর্যন্ত ১২ দিনব্যাপী ঈদে মিলাদুন্নবী (দ.) ময়দানে অনুষ্ঠিতব্য মাহফিল সফল করার লক্ষ্যে ও মাহে রবিউল আউয়ালকে বরণে স্বাগত র‌্যালি অধ্যক্ষ কাযী আবুল বয়ান হাশেমী (মু.জি.আ)’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন শাহজাদা কাযী মাওলানা আবুল এহছান হাশেমী, শাহজাদা বোরহান উদ্দিন হাশেমী, শাহজাদা মাওলানা মফিজ উদ্দিন আলকাদেরী, মাওলানা জামাল উদ্দিন আলকাদেরী, মাওলানা নেজাম উদ্দিন আশরাফী, মাওলানা মোরশেদ কাদেরী, আবুল কাশেম সওদাগর, মাহবুবুল আলম কোং, মো. তৌহিদুল কাদের, এসএম শফি, আবুল কালাম আবু, মুহাম্মদ আবুল বশর, মুহাম্মদ হোসাইন সওদাগর, নুরুল আমিন, নেজাম উদ্দিন, মুহাম্মদ ইসমাইল, মুহাম্মদ আলী আজম, জানে আলম সওদাগর, রেজাউল করিম, গোলাম খাজা, মোঃ হারুন, মো. আলাউদ্দিন, এসএম শরিফুল ইসলাম, মুহাম্মদ সাগর, মুহাম্মদ মনছুর, মুহাম্মদ কাজেম, মুহাম্মদ কামাল, মুহাম্মদ তৌহিদ, হাফেজ হাসিবুর রহমান, আব্দুল করিম প্রমুখ।
কর্ণফুলী গাউসিয়া কমিটি : পটিয়া প্রতিনিধি জানান, মাহে রবিউল আউয়ালকে স্বাগত জানিয়ে র‌্যালি ও সমাবেশ করেছে কর্ণফুলী উপজেলা গাউসিয়া কমিটি বাংলাদেশ। গতকাল শুক্রবার উপজেলার মইজ্জ্যারটেক আখতারুজ্জামান চত্বর থেকে র‌্যালিটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শিকলবাহা কলেজ বাজার চত্বরে গিয়ে আনন্দ সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলে বিভিন্ন ব্যানার, ফেস্টুন ও প্লেকার্ড বহন করে গাউসিয়া কমিটির নেতাকর্মী অংশগ্রহণ করেন। ইলিয়াস মুন্সির সভাপতিত্বে ও ইমতিয়াজ উদ্দিনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন অ্যাড. মোছাহেব উদ্দিন বখতিয়ার। উদ্বোধক ছিলেন কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হায়দার আলী রনি। প্রধান বক্তা ছিলেন শিকলবাহা ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম। বক্তব্য দেন, শাহেদুর রহমান শাহেদ, মোহাম্মদ আবদুল্লাহ, আমজাদ হোসেন, এরশাদ খতিবি, নুরুল আবছার কন্ট্রাক্টর, অধ্যক্ষ মাহবুবুর রহমান নূরে বাংলা, উপাধ্যক্ষ ওসমান গনি রিজভী, এম এ মাবুদ, মাওলানা সাদেকুর রহমাম আলকাদেরী, খুরশিদ আলম, হাবিবুল মোস্তফা সিদ্দিকী, নুরুল আবসার, নজরুল ইসলাম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরহীম বকসু মুন্সি
পরবর্তী নিবন্ধজামছড়ি খালে গার্ডার ব্রিজের নির্মাণ কাজ উদ্বোধন করলেন নদভী