মাহে রবিউল আউয়ালকে স্বাগত জানিয়ে মহানগর গাউসিয়া কমিটির র‌্যালি

আজাদী ডেস্ক | শনিবার , ১৬ সেপ্টেম্বর, ২০২৩ at ৬:১৩ পূর্বাহ্ণ

বিশ্বমানবতার মুক্তির দূত রাসুলে করিম (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম.) এ ধরাধামে শুভাগমনের মাস পবিত্র রবিউল আউয়ালকে স্বাগত জানিয়ে গতকাল শুক্রবার মহানগর গাউসিয়া কমিটির ব্যবস্থাপনায় বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। নগরীর জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদে আসর নামাজ আদায়ের পর হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লীরা র‌্যালিতে অংশগ্রহণ করেন। বিকেল ৩টা হতে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকা হতে মিছিলসহকারে গাউসিয়া কমিটির সর্বস্তরের কর্মীরা জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ ময়দানে সমবেত হতে থাকে। নামাজে আসর এরপর সমাবেশ শেষে ধর্মপ্রাণ মুসল্লীদের হাতে বাংলাদেশের জাতীয় পতাকা, চাঁদচার তারকার ত্রিকোণাকার সবুজ পতাকা, বিভিন্ন আহ্বান সম্বলিত প্লেকার্ড, ফ্যাস্টুন, ইয়া নবী সালাম আলাইকা, মোস্তফা জানে রহমত পে লাখো সালাম ইত্যাদি হামদনা’তে রাসুল (.), নারায়ে তকবিরআল্লাহু আকবর, নারায়ে রিসালাতইয়া রাসুলাল্লাহ (.)সহ নানা স্লোগানে আকাশবাতাস মুখরিত করে নগরীর প্রধানপ্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেস ক্লাব চত্বরে গিয়ে শেষ হয়। স্বাগত র‌্যালি পূর্ব সমাবেশে বক্তারা আনজুমান ট্রাস্টের উদ্যোগে আওলাদে রাসুলের নেতৃত্বে ৯ই রবিউল আউয়াল রাজধানী ঢাকায় এবং ১২ রবিউল আউয়াল বন্দর নগরী চট্টগ্রামে ৫১তম জশনে জুলুছে ঈদএ মিলাদুন্নবী (.) সফল করার জন্য সর্বস্তরের মুসলমানদের প্রতি আহ্বান জানান।

মহানগর গাউসিয়া কমিটির ব্যবস্থাপনায় গতকাল শুক্রবার নগরীর জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ চত্ত্বরে মাহে রবিউল আউয়ালের স্বাগত র‌্যালি পূর্ব সমাবেশে বক্তারা এই আহ্বান জানান।

গাউসিয়া কমিটি মহানগর শাখার সভাপতি তছকির আহমদের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ আব্দুল্লাহর সঞ্চালনায় র‌্যালি পূর্ব সমাবেশে উদ্বোধক ছিলেন আনজুমানএ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মুহাম্মদ মহসিন। প্রধান অতিথি ছিলেন পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান সুফি মুহাম্মদ মিজানুর রহমান। প্রধান বক্তা ছিলেন আনজুমান ট্রাস্টের সেক্রেটারি জেনারেল মুহাম্মদ আনোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন আনজুমান ট্রাস্টের এডিশনাল জেনারেল সেক্রেটারী ও জুলুছ সাব কমিটির আহ্বায়ক মোহাম্মদ শামসুদ্দিন, আর্গানাইজিং সেক্রেটারী মুহাম্মদ মাহবুবুল আলম, ফিন্যান্স সেক্রেটারী এনামুল হক বাচ্চু, গাউসিয়া কমিটির চেয়ারম্যান পেয়ার মোহাম্মদ, সিনিয়র ভাইস চেয়ারম্যান মুহাম্মদ আনোয়ারুল হক, যুগ্মমহাসচিব মাহবুবুল হক খান, সাংগঠনিক সম্পাদক মাহবুবে এলাহী সিকদার, কমরুদ্দীন সবুর, আবদুল হাই মাসুম, জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার অধ্যক্ষ আল্লামা আবদুল আলিম রিজভী, আহলে সুন্নাত ওয়াল জামাআত চট্টগ্রাম মহানগর সভাপতি আল্লামা শাহ নুর মোহাম্মদ আলকাদেরী, খায়র মোহাম্মদ, মোহাম্মদ হাসান, আবদুল হামিদ সর্দার, মোহাম্মদ আবুল বশর, সাবের আহমদ, মোহাম্মদ সেকান্দর মিয়া, আইয়ুব দোভাষ, দ্বীন মোহাম্মদ, মোহাম্মদ মনজুরুল আলম মঞ্জু, মাওলানা মুহাম্মদ ইলিয়াস আলকাদেরী, মুহাম্মদ মুনির উদ্দিন সোহেল, মুহাম্মদ সালামত উল্লাহ, হাবিবুর রহমান সর্দার, মোহাম্মদ ইলিয়াস মুন্সী, মোহাম্মদ হাশেম, খন্দকার ইরশাদুল আলম হীরা, মোহাম্মদ আলম আবদুল্লাহ, মোহাম্মদ সাহাব উদ্দীন, মাওলানা সালামত আলী, মাওলানা হারুনুর রশিদ, মুহাম্মদ মুসলিম উদ্দিন, মুহাম্মদ ফয়েজুর রহমান, মুহাম্মদ আনোয়ার হোসেন, জাহাঙ্গীর আলম, মোহাম্মদ জানে আলম জানু, মুহাম্মদ জোবায়েদ উদ্দিন টুটুল, রেজাউল হোসেন জসিম, মোহাম্মদ হামিদ প্রমুখ। শেষে দোয়ামুনাজাতের মাধ্যমে বর্ণাঢ্য র‌্যালির সমাপ্তি ঘটে।

পূর্ববর্তী নিবন্ধরাঙামাটির ২৩ সড়কে ভাঙন
পরবর্তী নিবন্ধবিশ্ব ওজোন দিবস আজ