বাকলিয়ার চাক্তাই আমিন হাজী রোডস্থ কমিশনার মাহবুবুল হক চৌধুরী স্মৃতি সংঘের উদ্যোগে লংপিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান গত ৬ জানুয়ারী অনুষ্ঠিত হয়। এতে এইট টাইগার্স চাক্তাই চ্যাম্পিয়ন ও কুমিল্লা একাদশ রানার্স আপ হয়। বীর মুক্তিযোদ্ধা শহীদুল হক চৌধুরী সৈয়দের সভাপতিত্বে ও আশরাফুল হক চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন ফয়েজ উল্লাহ চৌধুরী বাহাদুর। প্রধান বক্তা ছিলেন বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা আবদুল গণি, মো. আলী আকবর, মো. আতিক উল্লাহ, মো. আব্দুল্লাহ আল-মামুন নিশাত, আবদুল কাদের রুবেল, মহিউদ্দিন মাহিন ও মো. শফি উল্লাহ। পরে বিজয়ীদের মাঝে চ্যাম্পিয়ন ও রানার্স আপ ট্রফি বিতরণ করেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ।
টুর্নামেন্ট আয়োজনে সহযোগিতা করেন মো. সোহেব চৌধুরী, আইনুন আবির,
তানজিল ছিদ্দিক, শাকিল আহমদ ও শাখাওয়াত হোসেন শামীম প্রমুখ।