শিক্ষার্থীদের মন থেকে ইংরেজি ভীতি দূর করা এবং শৈশব থেকেই ইংরেজি ভাষায় দক্ষ করে গড়ে তোলার লক্ষ্যে চট্টগ্রামের সন্দ্বীপে প্রথমবারের মত অনুষ্ঠিত হয়েছে সন্দ্বীপ ইংলিশ অলিম্পিয়াড মেধাবৃত্তি প্রতিযোগিতা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান ভূঁইয়া মিল্টনের পৃষ্ঠপোষকতায় মাহফুজ–সুফিয়া ফাউন্ডেশনের উদ্যোগে শুক্রবার সকাল ৯ টায় উপজেলার পূর্ব সন্দ্বীপ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত অলিম্পিয়াডের তত্ত্বাবধানে ছিলো মাধ্যমিক সহকারী শিক্ষক ফোরাম ও সন্দ্বীপ ইংলিশ ল্যাঙ্গুয়েজ সেন্টার। এতে সন্দ্বীপের প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের ৪০৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
প্রতিযোগিতায় কেন্দ্র সচিব হিসেবে দায়িত্ব পালন করেন মো: জামসেদ উদ্দিন, সহকারী সচিব ছিলেন আবদুল হান্নান, কেন্দ্র সুপার ফজলুল করিম, সদস্য সচিব মো. সালাউদ্দিন ও পরীক্ষা নিয়ন্ত্রক ছিলেন রহিম উল্ল্যাহ। হল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগ্যান চাকমা ও বাংলাদেশ কৃষি ব্যাংক সন্দ্বীপ শাখার ব্যবস্থাপক আক্তারুজ্জামান সুজন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নাজমুল ইসলাম, গোলাম মোস্তফা, কাজী আনোয়ার হোসেন, রিয়াদ হোসাইন, আকতার হোসেন, আবুল হাসেম, শহিদ সারোয়ার রাসেলসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, সাংবাদিক ও এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ। প্রেস বিজ্ঞপ্তি।