মস্কোর পর এবার স্পেনের এক চলচ্চিত্র উৎসবে মনোনয়ন পেয়েছে ‘মাস্তুল’ সিনেমাটি। আগামী সেপ্টেম্বরে স্পেনের মাদ্রিদ শহরে বসছে ইমাজিন ইন্ডিয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৪তম আসর। খবর বিডিনিউজের।
সেই উৎসবে সেরা মানবিক চলচ্চিত্রের জন্য লাইফ অ্যাওয়ার্ড বিভাগে মনোনীত হয়েছে বাংলাদেশের জাহাজীদের জাহাজ জীবনের গল্প তুলে ধরা সিনেমা ‘মাস্তুল’। বিজ্ঞপ্তিতে সিনেমার পরিচালক নির্মাতা মোহাম্মদ নূরুজ্জামান জানিয়েছেন, ১ সেপ্টেম্বর থেকে ওই মাসের ১৬ তারিখ পর্যন্ত উৎসব চলবে।
ইমাজিন ইন্ডিয়া উৎসবে যোগ দিতে আমন্ত্রণ পেয়েছেন তিনি। সবকিছু ঠিক থাকলে উৎসবে যোগ দিতে সেপ্টেম্বরে স্পেনে যাচ্ছেন বলে জানিয়েছেন নূরুজ্জামান। এর আগে মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৪৭তম আসরে স্পেশাল মেনশন অ্যাওয়ার্ড (জুরি) জিতেছে ‘মাস্তুল’।
বাংলাদেশের জাহাজীদের জাহাজ জীবনের গল্প তুলে ধরা হয়েছে সিনেমায়। সিনেমায় অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, দীপক সুমন, আমিনুর রহমান মুকুল, আরিফ হাসান, সিফাত বন্যাসহ আরো অনেকে। সিনেমার ডিজিটাল ডিস্ট্রিবিউশন ও প্রমোশনে আছে ‘টঙঘর’ টকিজ। উৎসব শেষে পরিচালকসহ এই সিনেমার টিমের আরো যারা যারা গিয়েছিলেন মস্কোতে, তারা দেশে ফিরছেন শনিবার।