মাস্টার্স টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট মাঠে গড়াচ্ছে আজ

ক্রীড়া প্রতিবেদক | শুক্রবার , ১২ মে, ২০২৩ at ৬:০৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন আয়োজিত মাস্টার্স টি২০ ক্রিকেট টুর্নামেন্টের চতুর্থ আসর মাঠে গড়াচ্ছে আজ। সকালে এম এ আজিজ স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করবেন সিজেকেএস সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন। উদ্বোধনী দিনে দুটি খেলা অনুষ্ঠিত হবে। দিনের প্রথম ম্যাচে অংশ নেবে আগ্রাবাদ মাস্টার্স এবং নাইনটিন উইলোস। দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে হাক্কানী ক্রিকেট ক্লাব এবং অ্যামেচার ক্রিকেট ক্লাব। টুর্নামেন্টে ৮টি দল অংশ নিচ্ছে। দল গুলো হচ্ছে আগ্রাবাদ মাস্টার্স, চিটাগাং মাস্টার্স, চিটাগাং ইউনাইটেড ও নাইন্টি’স উইলো, হাক্কানি ক্রিকেট ক্লাব, লিজেন্ড ক্রিকেট ক্লাব, ত্রিপল এস মাস্টার্স এবং অ্যামেচার ক্রিকেট ক্লাব। দল গুলো দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে গ্রুপ পর্বে। এরপর দুই গ্রপের সেরা চারটি দল খেলবে সেমিফাইনালে । এরপর ফাইনাল। প্রতি শুক্রবার এবং শনিবার টুর্নামেন্টের খেলা সমুহ অনুষ্ঠিত হবে।

এদিকে গত বুধবার রাতে সিজেকেএস কনভেনশন হলে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে টুর্নামেন্টের ট্রফি এবং অংশ গ্রহণকারী দল সমূহের জার্সি উন্মোচন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও সিজেকেএস সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইস্পাহানি গ্রুপ অব কোম্পানিজের জেনারেল ম্যানেজার (টি ট্রেড) শাহ্‌ মইনুদ্দীন হাসান। চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির কোচেয়ারম্যান ও এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান আকবর।

এসোসিয়েশনের সিনিয়র সহসভাপতি আব্দুল আওয়াল বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিজেকেএস সহসভাপতি হাফিজুর রহমান, এ কে এম এহসানুল হায়দার চৌধুরী (বাবুল), দিদারুল আলম চৌধুরী, যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, সিজেকেএস কোষাধ্যক্ষ শাহাবুদ্দীন মো. জাহাঙ্গীর, সিডিএফএ সভাপতি শহীদুল ইসলাম, সিজেকেএস সাবেক সহসভাপতি মোজাম্মেল হক, সিজেকেএস নির্বাহী সদস্য সৈয়দ আবুল বশর, আ ন ম ওয়াহিদ দুলাল, জি এম হাসান, হাসান মুরাদ বিপ্লব, নাসির মিঞা প্রমুখ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশনের যুগ্ম সম্পাদক ও টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব শওকত হোসাইন, টেকনিক্যাল কমিটির আহ্বায়ক ও এসোসিয়েশনের সহসভাপতি সুজিত রায় তমাল, টুর্নামেন্ট কমিটির সদস্য জয়নাল আবেদীন, সরওয়ার হোসাইন, আজিজুল হক বুলবুল, আরিফুল হক, আরফানুল ইসলাম খান লাবু, মোহাম্মদুল ইসলাম, ওমর ফারুকসহ এসোসিয়েশনের সদস্যবৃন্দ। টুর্নামেন্টের প্রতিটি খেলায় ম্যাচ সেরার পুরষ্কার দেওয়া হবে। পাশাপাশি চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলকে ট্রফিসহ আর্থিক পুরস্কার প্রদান করা হবে।

পূর্ববর্তী নিবন্ধদুই ভাগে বাংলাদেশে সিরিজ খেলবে আফগানিস্তান
পরবর্তী নিবন্ধবিয়ে বিচ্ছেদের ঘোষণা ফিনিশ প্রধানমন্ত্রী সানা মারিনের