মাস্টার্স টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে চিটাগাং মাস্টার্স চ্যাম্পিয়ন

ক্রীড়া প্রতিবেদক | সোমবার , ২২ মার্চ, ২০২১ at ১০:৫১ পূর্বাহ্ণ

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন আয়োজিত মুজিব শতবর্ষ ইস্পাহানি চট্টগ্রাম মাস্টার্স টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের শিরোপা জিতেছে চিটাগাং মাস্টার্স। গতকাল এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনালে নাইনটিজ উইলোসকে ১০ উইকেটে পরাজিত করে শিরোপা জিতে নেয় চিটাগাং মাস্টার্স। টসে জিতে প্রথমে ব্যাট করতে নামা নাইনটিজ উইলোস ১৯.৫ ওভারে ১১১ রান করে অল আউট হয়ে যায়। দলের পক্ষে সর্বোচ্চ ৩২ রান করেন জিয়াউর রহমান রানা। এছাড়া মাসুদ ১২, জকি ১৪, মাহতাব ১৪ রান সংগ্রহ করেন। চিটাগাং মাস্টার্সের পক্ষে ১৭ রানে ৩টি উইকেট নিয়েছেন আজিম উদ্দিন। এছাড়া ২টি করে উইকেট নেন নাইম উদ্দিন এবং নাজমুল ওয়াহাব সুমন। জবাবে ব্যাট করতে নামা চিটাগাং মাস্টার্স কোন উইকেট না হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। দুই ওপেনার নাইম এবং জাহিদ মিলে দলকে জয়ের প্রায় কিনারায় নিয়ে গিয়েছিল। কিন্তু ইনজুরিতে পড়ে জাহিদ মাঠের বাইরে চলে গেলে অপুকে নিয়ে বাকি কাজটা সেরে আসেন নাইম। জাহেদ ৪৩ বলে ৫৬ রান করেন আর নাইম ৪৩ বলে করেন ৩৬ রান। ম্যাচ সেরা হন চিটাগাং মাস্টার্সের জাহেদুল ইসলাম।
খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন সিজেকেএস সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ.জ.ম. নাছির উদ্দীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্পন্সর প্রতিষ্ঠান এম.এম ইস্পাহানি লিঃ এর চেয়ারম্যান মির্জা সালমান ইস্পাহানি। চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশনের সভাপতি এ্যাডভোকেট শাহীন আফতাবুর রেজা চৌধুরীর সভাপতিত্বে এবং এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব আলী আব্বাস, এসোসিয়েশনের সাধারন সম্পাদক আবদুল হান্নান আকবর, সিজেকেএস এর সহ-সভাপতি দিদারুল আলম চৌধুরী, মো. হাফিজুর রহমান, যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, মো. মশিউর রহমান চৌধুরী, নির্বাহী সদস্য আ.ন.ম. ওয়াহিদ দুলাল, গোলাম মহিউদ্দীন হাসান, মোহা. শাহজাহান, হাসান মুরাদ বিপ্লব, ইস্পাহানী লিঃ এর কর্মকর্তাদের মধ্যে শাহ মাঈনুদ্দিন হাসান, সাইয়েদ হোসেন পিসনামাজ, আনিসুজ্জামান, শরীফুল ইসলাম এবং আবদুল্লাহ আল মামুন, চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি আব্দুল আউয়াল বাবু, সহ-সভাপতি বাবু সুজিত কুমার রায়, সহ-সাধারণ সম্পাদক শওকত হোসেন, কোষাধ্যক্ষ সরওয়ার হোসেন বাবু, দপ্তর সম্পাদক আজিজুল হক বুলবুল, আপ্যায়ন সম্পাদক ওমর ফারুক, ক্রীড়া ও সাংস্কতিক সম্পাদক জয়নাল আবেদীন, সদস্য আরফানুল ইসলাম খান, মো. আলী আকবর ।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম জেলা বাস্কেটবল দলের খেলোয়াড় বাছাই কার্যক্রম আজ
পরবর্তী নিবন্ধকরোনায় আক্রান্ত ভারতের স্পিকার