চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন আয়োজিত চট্টগ্রাম মাস্টার্স টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে গতকাল একটি খেলা অনুষ্ঠিত হয়েছে। এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত এ খেলায় ট্রিপল এস মাস্টার্স ২৬ রানে এনএমসি মাস্টার্সকে পরাজিত করে। টসে জিতে ট্রিপল এস মাস্টার্স প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। তারা নির্ধারিত ২০ ওভার খেলে ৮ উইকেট হারিয়ে ১৫২ রান সংগ্রহ করে। দলের অধিনায়ক আবু সামা বিপ্লব ২২ বলে সর্বোচ্চ ৩৬ রান করেন। এছাড়া রানা ২৯,ইমতিয়াজ পায়েল ১৮,নাজমুল আহসান ১৩ এবং এস এম পল্লব ১১ রান করেন। অতিরিক্ত থেকে আসে ৩০ রান। এনএমসি মাস্টার্সের ফয়সাল দস্তগীর ২টি উইকেট লাভ করেন। এছাড়া রিয়াদ মোস্তফা, আল নোমান,ফয়সাল হাসান,ইয়াসির মারুফ এবং মোস্তাক মনি প্রত্যেকে ১টি করে উইকেট পান। জবাব দিতে নেমে এনএমসি মাস্টার্স দুই বল বাকি থাকতেই ১২৬ রান অলআউট হয়ে যায়। দুই ওপেনার তানভীর তপু এবং রিয়াজের ব্যাট থেকে আসে যথাক্রমে ১৭ এবং ১৩ রান। এছাড়া আল নোমান ২২ এবং রিয়াদ মোস্তফা ৩৮ রান করেন। বাকিদের কেউ সুবিধা করতে পারেননি। ট্রিপল এস মাস্টার্সের হাসান ১৫ রানে ৩টি উইকেট লাভ করেন। এ এ রিপন,ইমতিয়াজ পায়েল এবং জুয়েল প্রত্যেকে পান ২টি করে উইকেট। বিজয়ী দলের অধিনায়ক আবু সামা বিপ্লব ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হন। তার হাতে ক্রেষ্ট তুলে দেন সাবেক ক্রিকেটার এবং জেএফ(বাংলাদেশ) লিমিটেডের সিইও রাহবার এ আনোয়ার।