চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন আয়োজিত মাস্টার্স কাপ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট শুরু হচ্ছে আজ। দুপুর দুই টায় এম এ আজিজ স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করবেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক এবং সিজেকেএস সাধারন সম্পাদক আ.জ.ম. নাছির উদ্দিন। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে আগ্রাবাদ নওজোয়ান ক্লাব এবং পাথরঘাটা দুর্বার। আগামীকাল দুটি খেলা অনুষ্ঠিত হবে। সকাল ৯ টায় প্রথম ম্যাচে মুখোমুখি হবে ব্রাদার্স ইউনিয়ন এবং শহীদ শাহজাহান সংঘ। দুপুর ২টায় দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে ওপিএ এবং ফ্রেন্ডস ক্লাব। এই টুর্নামেন্টে মোট ছয়টি দল অংশ গ্রহণ করছে।