একটি গ্রাম বা জনপদের সৌন্দর্যের অন্যতম প্রতীক হল রাস্তা বা সড়ক। আর রাস্তা কেবল সংস্কারবিহীন পড়ে থাকলে তার কোনো মূল্য কিংবা সৌন্দর্য থাকে না। বরং, এর দ্বারা স্থানীয় বাসিন্দাদের রুচিবোধের ওপরও খারাপ প্রভাব ফেলে। তাই, রাস্তার সৌন্দর্য্য ও যাতায়াত সুবিধার জন্য প্রয়োজনার্থে সংস্কারের কাজ করা অপরিহার্য। সাতকানিয়া উপজেলার অন্তর্গত কালিয়াইশ ইউনিয়ন মাস্টারহাটের উত্তর পাশ হতে বি.ও.সি‘র মোড় পর্যন্ত সড়কটি ৪, ৫ ও ৭ নং ওয়ার্ডের অন্তর্গত একটি গুরুত্বপূর্ণ সংযোগস্থল। এই সড়কের মাধ্যমে স্থানীয় বাসিন্দারা নিয়মিত যাতায়াত করেন। তাছাড়া, এই পথ দিয়ে ৪–৫ টা বিদ্যালয়ের ছাত্র–ছাত্রীরা যাতায়াত করেন নিয়মিত। সড়কটি দীর্ঘদিন ধরে নাজুক অবস্থায় পড়ে আছে। দিনদিন এর অবনতি আরো বৃদ্ধির পথে। ফলে স্থানীয় বাসিন্দাদের কাছে যাতায়াতের জন্য বিরক্তিকর পরিস্থিতি হয়ে উঠছে। সড়কটির দ্রুত সংস্কার অতীব জরুরি। অতএব, সড়কটি পুনরায় সংস্কারের জন্য প্রশাসনের কাছে বিনীত আর্জি প্রকাশ করছি।
আবদুর রশীদ
কালিয়াইশ, সাতকানিয়া,
চট্টগ্রাম।











