মাস্টারদার ৯১ তম ফাঁসি দিবস আজ

আজাদী ডেস্ক | রবিবার , ১২ জানুয়ারি, ২০২৫ at ৯:২৮ পূর্বাহ্ণ

অগ্নিযুগের অগ্নিপুরুষ, ব্রিটিশ বিরোধী আন্দোলনের পুরোধা মাস্টারদা সূর্যসেনের ৯১তম ফাঁসি দিবস আজ। এ উপলক্ষে সকাল ৮টায় জে এম সেন হল প্রাঙ্গনে তাঁর ভাস্কর্যে শ্রদ্ধা নিবেদনের কর্মসূচি ও ‘হে মৃতুঞ্জয়ী বিপ্লবী! লও পুষ্পিত শ্রদ্ধার্ঘ’ স্মরণানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে সকলের উপস্থিতি কামনা করেছেন মাস্টারদা সূর্যসেন স্মৃতি রক্ষা কমিটি, চট্টগ্রামের সভাপতি কবি আবুল মোমেন ও সম্পাদক তাপস হোড়। উল্লেখ্য, ১৯৩৪ সালের ১২ জানুয়ারি মধ্যরাতে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে সূর্যসেন ও বিপ্লবী তারকেশ্বর দস্তিদারের ফাঁসি কার্যকর করা হয়। তাদের ওপর ব্রিটিশ সেনারা নির্মম অত্যাচার করে। ব্রিটিশরা হাতুড়ি দিয়ে তাদের দাঁত ও হাড় ভেঙে দেয়। এরপর তাদের অর্ধমৃত দেহগুলো ফাঁসির রশিতে ঝুলিয়ে মৃত্যু নিশ্চিত করে জেলখানা থেকে তুলে চার নম্বর স্টিমারঘাটে নিয়ে যাওয়া হয়। তারপর মৃতদেহ দুটিকে বুকে লোহার টুকরো বেঁধে বঙ্গোপসাগর ও ভারত মহাসাগরসংলগ্ন একটি জায়গায় ফেলে দেওয়া হয়। যাতে কেউ মাস্টারদা ও তারকেশ্বরের মৃতদেহও খুঁজে না পায়। মাস্টারদা সূর্য সেন ছিলেন বিপ্লবী, ‘যুগান্তর’ দলের চট্টগ্রাম শাখার প্রধান এবং ১৯৩০ সালের চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের প্রধান সংগঠক। ১৮৯৪ সালের ২২ মার্চ রাউজানের নোয়াপাড়ায় মাস্টারদা জন্মগ্রহণ করেছিলেন। মাস্টারদার বিপ্লবী জীবন নিয়ে বাংলাদেশ ও ভারতে বেশকটি সিনেমা নির্মিত হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধছাফা মোতালেব কলেজে সাংস্কৃতিক প্রতিযোগিতা
পরবর্তী নিবন্ধস্থানীয় সরকার ভোট এখন করা যায় : নাগরিক কমিটি