ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম পুরোধা মাস্টারদা সূর্য সেনের ৯২তম ফাঁসি দিবস স্মরণে জেএম সেন হলে আবক্ষ ভাস্কর্যে শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন সংগঠক সৌরভ প্রিয় পাল ও বাপ্পি দে’র নেতৃত্বে কয়েকটি সনাতনী সংগঠন। এসময় উপস্থিত ছিলেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট মহানগরের সাধারণ সম্পাদক বাপ্পি দে, সৈকত বোস, প্রভাস দাশ, হিন্দু ছাত্র মহাজোট সভাপতি জনী দত্ত, সাধারণ সম্পাদক বাসু দাশ, হিন্দু ছাত্র পরিষদ সভাপতি অভিজিৎ দাশ অভি, সনাতনী সেচ্ছাসেবী ফাউন্ডেশনের সহকারী টিম লিডার দুর্জয় চৌধুরী, প্রভাত, আবদুর রহমান রকি, ইয়াসিন আরাফাত আফ্রিদি, আরিফ প্রমুখ।
বাংলাদেশ বৈদিক পরিষদ : বাংলাদেশ বৈদিক গীতা পরিষদ, সনাতনী অধিকার আন্দোলন ও বাংলাদেশ সনাতনী ছাত্র জনতা ঐক্য ফোরামের যৌথ উদ্যোগে মাস্টারদা সূর্য্যসেনের ৯২তম ফাঁসি দিবস স্মরণে নগরীর ঐতিহাসিক জেএম সেন আবক্ষ ভাস্কর্যে গত ১২ জানুয়ারি শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয়। এতে নেতৃবৃন্দ মাস্টারদা সূর্য্যসেন স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করেন। শ্রদ্ধাঞ্জলি প্রদানকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ পিংকু ভট্টাচার্য্য, কার্যকরি বিজয়ী ধর, পলাশ সেন, অসীম কুমার দাশ, সৈকত চৌধুরী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












