ফটিকছড়ির চাড়ালিয়াহাট সমাজ কল্যাণ সমিতির ব্যবস্থাপনায় এবং বাংলাদেশ স্কিল ডেভেলপমেন্ট সোসাইটি-কাতারের সাধারণ সম্পাদক মোহাম্মদ আশরাফুল ইসলামের পৃষ্ঠপোষকতায় মাস্টার মাহবুবুল আলম স্মৃতি পাঠাগারের উদ্বোধনী আনুষ্ঠান গত ১৩ ফেব্রুয়ারি সংগঠনের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। পাঠাগারের উদ্বোধন ঘোষণা করেন শওকত বাঙালি। মো. সেলিম উল্লাহর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ১৩নং লেলাং ইউপি চেয়ারম্যান মোহাম্মদ সরওয়ার উদ্দিন শাহীন। প্রধান আলোচক ছিলেন চবি সহকারী রেজিস্ট্রার শহিদুল আজিম আজাদ। বিশেষ অতিথি ছিলেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এস এম মাহবুবুল আলম চৌধুরী, মোহাম্মদ সফি, সাংবাদিক মো. মোরশেদ মুন্না। সূচনা বক্তব্য দেন মোহাম্মদ আশরাফুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন, মুহাম্মদ আলী সরওয়ার। কোরআন তেলোয়াত করেন মোহাম্মদ সিয়াম। প্রেস বিজ্ঞপ্তি।