আমরা এক অদৃশ্য ভাইরাসের সাথে প্রতিনিয়ত যুদ্ধ করে চলেছি, কেউ রেহাই পাচ্ছি, আর কেউ হয়ত একেবারে চির বিদায় নিচ্ছে। বাংলাদেশে প্রথম করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়ার পর ৯ মাস পার হতে চলেছে। কত পরিবার হারিয়েছে তার আপনজনকে। তারপর কি আমরা সচেতন হয়েছি? যে কোন নতুন কিছু প্রথমতো মেনে নিতে সময় লাগে, লাগাটায় স্বাভাবিক। কিন্তু নিজ প্রয়োজনে পরিবার পরিজনের কথা মাথায় রেখে আমাদের বেঁচে থাকার তাগিদে মাস্ক, হাত ধোয়া, দূরত্ব বজায় রেখে চলা, এসব নিয়ম মানতেই হবে। মাস্ক শুধু করোনাভাইরাস না, ধুলাবালি, নানান ধরনের বিষক্রিয়া পদার্থ থেকে আমাদের রক্ষা করবে। যদিও মাস্ক পরাতে কিছুটা শ্বাস নিতে, কথা বলতে অসুবিধা হয়, কারো কারো দম বন্ধ হয়ে আসে এমন কথাও শোনা যায়। আবার মাস্ক এর কারণে কথার বলা ও শুনতে না পাওয়ারও অভিযোগ আসে। যত সমস্যায় হোক না কেনো মাস্ক পরিধান করতেই হবে নিজ প্রয়োজনে।
আসুন আমরা যে যার জায়গা থেকে সচেতন হই, পাশাপাশি অন্যকেও সচেতন করি। বাড়ি থেকে বের হওয়ার সময় যদি কিছু সংখ্যক মাস্ক সাথে রাখেন, যে সব পথচারী মাস্ক ছাড়া থাকবেন, তাদেরকে মাস্ক দিয়ে সচেতন করি। ‘নো মাস্ক, নো টক’ নো সার্ভিস তো পরের কথা।