নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গত মঙ্গলবার মাস্ক না পরায় ২৯ জনকে জরিমানা করেছে চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নতুন ব্রিজ এলাকায় সকাল ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট নূরজাহান আক্তার সাথীর নেতৃত্বে অভিযান চলে। অভিযানে ৪ জনকে এক হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এসময় পথচারী, বাসচালক, রিকশাচালকদের মাঝে ১০০টি মাস্ক বিতরণ করা হয়।
চট্টগ্রাম মেডিকেল কলেজের গেট সংলগ্ন এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল আলমের নেতৃত্বে অভিযানে ২০০টি মাস্ক বিতরণ করা হয়। এসময় ১২ জনকে ৫ হাজার ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। নগরীর জিইসি মোড় ও ওয়াসা মোড়ে বিকেল সাড়ে ৩টা থেকে ৫টা পর্যন্ত অভিযান চালান নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী। অভিযানে ১৩ জনকে ৫ হাজার ৮০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এ সময় হকার, পথচারী, বাসচালক, রিকশাচালকদের মাঝে প্রায় ৩০০টি মাস্ক বিতরণ করা হয়।