মাস্ক না পরায় রোদে দাঁড় করিয়ে শাস্তি

টেরীবাজারে এক ঘণ্টা বন্ধ কয়েকটি দোকান শপিংমলে অভিযান

আজাদী প্রতিবেদন | রবিবার , ৯ মে, ২০২১ at ৬:১১ পূর্বাহ্ণ

শপিংমলগুলোতে স্বাস্থ্যবিধি মানাতে অভিযান পরিচালনা করছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ১৬ থানা। মাস্কবিহীন কাউকে মার্কেটে কিংবা রাস্তায় দেখা গেলে রোদে দাঁড় করিয়ে রাখা, কিংবা দোকান বন্ধ করে দেওয়াসহ বিভিন্ন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশের কর্মকর্তারা। নগরীর টেরীবাজারসহ বিভিন্ন মার্কেটে অভিযান পরিচালনা করেছে কোতোয়ালী থানা পুলিশ। গতকাল বিকেলে মাস্ক না পরায় টেরীবাজারের কয়েকটি দোকান এক ঘণ্টার জন্য বন্ধ করে রাখা হয়। কোতোয়ালী থানা এলাকার মার্কেটগুলোতে স্বাস্থ্যবিধি না মানলে পর্যায়ক্রমে এ শাস্তি বাড়ানো হবে বলে জানিয়েছে পুলিশ।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেজাম উদ্দিন আজাদীকে বলেন, আজকে টেরীবাজারে অভিযান চালানো হয়েছে। কয়েকটি দোকানকে এক ঘণ্টার জন্য বন্ধ রাখা হয়েছে। এভাবে একই দোকানে বারবার স্বাস্থ্যবিধি অমান্য করলে শাস্তি বাড়বে। স্বাস্থ্যবিধি না মানলে একদিনের জন্য দোকান বন্ধ করে দেওয়া হবে। তা-ও না হলে ওই দোকান লকডাউন করে দেওয়া হবে। গতকাল শনিবার আগ্রাবাদ এলাকার বিভিন্ন মার্কেটে অভিযান পরিচালনা করে ডবলমুরিং থানা পুলিশ। এসময় মাস্ক না পরার কারণে রোদের মধ্যে দাঁড় করিয়ে রাখা হয় বেশ কয়েকজন পথচারীকে। পাশাপাশি আগ্রাবাদের বিভিন্ন মার্কেটে অভিযান চালিয়ে মাস্কবিহীন ক্রেতাদের মার্কেট থেকে বের করে দেওয়া হয়েছে। ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন আজাদীকে বলেন, মাস্ক না পরায় আগ্রাবাদের বিভিন্ন এলাকায় পথচারীদের রোদে দাঁড়িয়ে রেখে শাস্তি দিয়েছে পুলিশ। এসময় একই অপরাধে শপিং করতে আসা অনেককে মার্কেট থেকে বের করে দেয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। শনিবার দুপুরে নগরীর ডবলমুরিং থানার আখতারুজ্জামান সেন্টার, ব্যাংকক সিঙ্গাপুর মার্কেট এবং লাকি প্লাজা এলাকায় পুলিশি অভিযানে এ শাস্তি দেওয়া হয়।
তামাকুমণ্ডি লেন বণিক সমিতি: এদিকে মার্কেটে স্বাস্থ্যবিধি পালনের বিষয়ে নগরীর তামাকুমণ্ডি লেন বণিক সমিতির নেতৃবৃন্দের সাথে সাক্ষাত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপকমিশনার (দক্ষিণ) বিজয় বসাক। গত শুক্রবার সমিতির কার্যালয়ে সাক্ষাতকালে বিজয় বসাক বলেন, মার্কেটে আসা ক্রেতাদের বাধ্যতামূলক মাস্ক পরে কেনাকাটা করতে হবে। কোনো দোকানে যদি মাস্ক বিহীন ব্যবসায়ী-কর্মচারী ও আগত ক্রেতা সাধারণ পাওয়া যায় ওই দোকান তাৎক্ষণিক ভাবে সমিতির মাধ্যমে বন্ধ করে দেয়া হবে।
ব্যবসা করতে হলে অবশ্যই সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে ব্যবসা করতে হবে। সাক্ষাতকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিএমপির কোতোয়ালী জোনের সহকারী কমিশনার নোবেল চাকমা, তামাকুমণ্ডি লেন বণিক সমিতির সভাপতি মো. আবু তালেব, সাধারণ সম্পাদক আহমদ কবির দুলাল, সিনিয়র সহ সভাপতি সরওয়ার কামাল, সহ সভাপতি মো. সেলিম, মো. আরিফুর রহমান, অর্থ সম্পাদক মো. বজলুর রহমান, মোস্তাক আহমদ, মো. জাফর ইকবাল, মো. হানিফ, মো. নাসির উদ্দিন, মোস্তাফিজুর রহমানসহ নেতৃবৃন্দ।

পূর্ববর্তী নিবন্ধএভারকেয়ার হসপিটালে হার্টের জটিল অস্ত্রোপচারে সাফল্য
পরবর্তী নিবন্ধকক্সবাজার উপকূলেও তিমির বিচরণ ও আবাস!