মাস্ক ছাড়াই ঘুরছে মানুষ

৩০ জনকে জরিমানা

আজাদী প্রতিবেদন | রবিবার , ২১ মার্চ, ২০২১ at ৫:৪৬ পূর্বাহ্ণ

নগরীর পথে-ঘাটে মাস্ক ছাড়াই ঘুরে বেড়াচ্ছে সাধারণ মানুষ। করোনা ভাইরাস সংক্রমণ বাড়লেও স্বাস্থ্যবিধি মেনে চলার কোনো বালাই নেই। এ অবস্থায় চোখে পড়ছে না প্রশাসনের কোনো উদ্যোগও। মাস্ক বিতরণ এবং জরিমানা করার মধ্যেই যেন সীমিত তাদের কার্যক্রম।
সংশ্লিষ্টরা বলছেন, যেহেতু সংক্রমণের হার বৃদ্ধি পেয়েছে, বাড়ছে মৃত্যুর সংখ্যাও; কাজেই শুধু জরিমানা বা মাস্ক বিতরণ করলে সংক্রমণ কমানো যাবে না। এর জন্য নিতে হবে কার্যকর কোনো উদ্যোগ। চিন্তা-ভাবনা করেই দ্রুত ব্যবস্থা নিতে হবে। এদিকে গতকাল শনিবার সকাল থেকে বিকাল চারটা পর্যন্ত বিনোদনকেন্দ্রসহ নগরীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে জেলা প্রশাসন। নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক, আশরাফুল আলম ও গালিব চৌধুরী এসব অভিযান পরিচালনা করেন। পতেঙ্গা, আগ্রাবাদ, ওয়াসা ও জিইসি মোড় এলাকায় পরিচালিত এসব অভিযানে মাস্ক না পড়ায় ৩০ জনকে প্রায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি মাস্কও বিতরণ করেন তারা।
নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক আজাদীকে বলেন, পতেঙ্গা বিচের মত বিনোদন কেন্দ্রগুলোতে ছুটির দিনে উপচে পড়া ভিড় হচ্ছে। অভিযানে প্রায় ১ হাজার মাস্ক বিতরণ করার কথা জানান তিনি। উমর ফারুক বলেন, করোনার সংক্রমণ ফের বাড়ছে। অভিযানে পতেঙ্গা বিচসহ অন্যান্য বিনোদন কেন্দ্রগুলোতে যেতে সাধারণ মানুষকে নিরুৎসাহিত করা হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধদুই পা বিচ্ছিন্ন করে বিএনপি নেতাকে খুন
পরবর্তী নিবন্ধসাতকানিয়ায় সড়কে ঝরল শ্যালক দুলাভাইয়ের প্রাণ