বিয়ের সময় বর-কনের চুক্তি সই সাধারণত গুরুগম্ভীর একটি বিষয়। কিন্তু ভারতীয় এক বর কনের বিয়েতে ‘অভিনব’ এক চুক্তি সইয়ের ভিডিও সবার নজর কেড়েছে। আজব সব শর্তের এই চুক্তিপত্র ভাইরাল হয়েছে স্যোশাল মিডিয়ায়। বউকে মাসে একবার পিৎজা খাওয়ানো এবং ১৫ দিন পরপর শপিংয়ে নিয়ে যাওয়াসহ এমন আরও কয়েকটি দাবি নিয়ে মোট আটটি শর্ত জুড়ে দেওয়া হয়েছে চুক্তিপত্রে। বর ও কনের বন্ধু-বান্ধবরাই বিয়ে উপলক্ষ্যে তৈরি করে দিয়েছে মজার এই চুক্তিপত্র। ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় আসাম রাজ্যের গুয়াহাটিতে। কনে ২৪ বছর বয়সী শান্তি প্রসাদ। বন্ধুদের কথায়, সে নাকি ‘পিৎজা পাগল’। আর বর, তারই সহপাঠী ২৫ বছর বয়সী মিন্টু রায়। খবর বিডিনিউজের।
৫ বছর আগে কমার্সে ভর্তির পর ক্লাসে দুইজনের দেখা, তারপর আলাপ-পরিচয়। ২০১৮ সাল থেকে দুইজন ডেট করতে শুরু করে। আর পিৎজা পাগল শান্তি প্রায়ই পিৎজা খাওয়ার জন্য বায়না ধরত। মিন্টু নিজে পিৎজা খেতে পছন্দ করলেও প্রতিদিন পিৎজা খাওয়া তার জন্য একঘেঁয়ে হয়ে উঠেছিল। বন্ধুমহলে সে শান্তির এই পাগলামির কথা বলেও বেড়াতে লাগল। কয়েকদিনের মধ্যেই বন্ধু-বান্ধবদের মধ্যে বিষয়টি কৌতুককর হয়ে উঠল। এক বন্ধুর ভাষ্য, শান্তি পিৎজাই আগে ভালোবাসে, তারপর ভালবাসে মিন্টুকে। আমার মনে হয় সে সবসময় পিৎজার কথাই চিন্তা করে এমনকী ঘুমের মধ্যেও।
শান্তির এ পিৎজা পাগলামি দেখেই বন্ধুরা স্থির করে দুইজনের বিয়েতে মজার কিছু একটা করার, যেটা তাদের বিয়েকে স্মরণীয় করে রাখবে। সে ভাবনা থেকেই গত মাসে বিয়ের একসপ্তাহ আগে চুক্তিপত্রটি তৈরি করা হয় এবং এতে তালিকার সবার উপরে রাখা হয় পিৎজা-বিবিসি’কে এমনটাই জানিয়েছেন বর-কনের বন্ধু রাঘব ঠাকুর। চুক্তিতে পিৎজা আর শপিং ছাড়াও অন্যান্য শর্তের মধ্যে আছে : বরকে রোববার করে সকালের নাস্তা বানাতে হবে, লেট নাইট পার্টি করাই যাবে।
কিন্তু তা করতে হবে একে অপরের সঙ্গেই। কনে শান্তি জানান, বন্ধুরা তাদের জন্য কী তৈরি করছে সে ব্যাপারে তারা আগে থেকে কিছুই জানতেন না। তবে আমাদের বন্ধুরা আমাদের সম্পর্কে ভালভাবেই জানে বলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে বর-কনের বিশাল সেই চুক্তিপত্র সইয়ের ভিডিও। ১৬ সেকেন্ডের ভিডিওটি শেয়ার করা হয় ইনস্টাগ্রামে বিয়ের একদিন পর গত ২২ জুনে।