মাশরাফিকে ছাড়িয়ে সবার উপরে এখন সাকিব

ক্রীড়া প্রতিবেদক | শনিবার , ১৭ জুলাই, ২০২১ at ৭:২১ পূর্বাহ্ণ

ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের পক্ষে এখন সর্বোচ্চ উইকেটশিকারি বোলারের নাম সাকিব আল হাসান। বিশ্বসেরা অলরাউন্ডার এই রেকর্ড গড়ার পথে ছাড়িয়ে গেছেন মাশরাফি বিন মর্তুজাকে। জিম্বাবুয়ে দলের অধিনায়ক ব্রেন্ডন টেইলরকে ফিরিয়ে এই রেকর্ড গড়েন সাকিব।
সুইপ করতে গিয়ে টপ এজ হয়ে যায় ব্রেন্ডন টেইলর। শর্ট ফাইন লেগে ক্যাচটি নিলেন তাসকিন আহমেদ। এরই সঙ্গে ইতিহাস গড়া হয়ে গেল সাকিব আল হাসানের। এই ফরমেটে ২১৮ ম্যাচে ২৬৯ উইকেট নিয়ে এতদিন শীর্ষে ছিলেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক এবং পেসার মাশরাফি বিন মর্তুজা। সাকিব পাঁচ ম্যাচ কম খেলেই অর্থাৎ ২১৩ ম্যাচ খেলেই ২৭০ উইকেট তুলে নিয়েছেন ।
তবে আরেকটি জায়গায় তখনও দুজন ছিলেন এক কাতারে। দেশের হয়ে ২৬৯ উইকেট হলেও মাশরাফির একটি উইকেট আছে এশিয়া একাদশের হয়ে। ওয়ানডে ক্যারিয়ারে তার উইকেট তাই ২৭০টি। টেইলরের পর রায়ান বার্লকে আউট করে এখানেও সাকিব উঠে যান ওপরে। ওয়ানডেতে বাংলাদেশের কোনো বোলারের সর্বোচ্চ উইকেট এটিই। এই তালিকায় সাকিব আর মাশরাফির পর কেবল একজনের দুইশর বেশি উইকেট আছে। তিনি হলেন সাবেক বাঁহাতি স্পিনার আবদুর রাজ্জাক। ১৫৩ ম্যাচে তার উইকেট সংখ্যা ২০৭টি। পরের দুটি অবস্থান দুই পেসার রুবেল হোসেন আর মোস্তাফিজুর রহমানের। রুবেল ১০৪ ম্যাচ নিয়েছেন ১২৯ উইকেট। মোস্তাফিজ ৬৭ ম্যাচেই ১২৪ উইকেট।
বাঁহাতি স্পিনে সাকিবের চেয়ে বেশি উইকেট আছে ওয়ানডে ইতিহাসে কেবল দুইজনের। ড্যানিয়েল ভেটোরির উইকেট ৩০৫টি আর সনাৎ জয়াসুরিয়ার ৩২৩টি। মাশরাফিকে ছাড়িয়ে যাওয়া সাকিবের সামনে এখন ভেটরি এবং জয়সুরিয়াকে ছাড়িয়ে যাওয়ার পালা। যেহেতু এ দুজন অনেক আগেই ক্রিকেটকে বিদায় বলেছেন সেহেতু সাকিবের সামনে সুযোগ রয়েছে এই দুই কিংবদন্তীকে ছাড়িয়ে যাওয়ার।

পূর্ববর্তী নিবন্ধটোকিও গেল বাংলাদেশের অলিম্পিক দল
পরবর্তী নিবন্ধটি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান একই গ্রুপে ।। বাংলাদেশের প্রতিপক্ষ ওমান, স্কটল্যান্ড, পিএনজি