মালয়েশিয়ান মন্ত্রীকে গোল্ড এমব্লেম দিয়েছে ইউআইটিএস

| শনিবার , ২৬ ফেব্রুয়ারি, ২০২২ at ৮:৩১ পূর্বাহ্ণ

বাংলাদেশে প্রতিষ্ঠিত প্রথম তথ্যপ্রযুক্তি ও বিজ্ঞান ভিত্তিক বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্স থেকে ‘গোল্ড এমব্লেম’ পেলেন মালয়েশিয়ার প্ল্যানটেশন ইন্ডাস্ট্রিজ এন্ড কমোডিটিজ মন্ত্রণালয়ের মন্ত্রী দাতুক হাজাহ জুরাইদা কামারুদ্দিন। নারীদের ক্ষমতায়নে বিশেষ অবদানের জন্য ইউআইটিএস থেকে তাকে এ সম্মাননা প্রদান করা হয়।
গতকাল শুক্রবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মানের সভাপতিত্বে বিকেলে ঢাকায় অবস্থিত হোটেল রেডিসন ব্লুতে বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে এ সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। সম্মাননা প্রদান অনুষ্ঠানে ইউআইটিএসের শিক্ষার্থীদের স্কলারশিপ নিয়ে মালয়েশিয়ায় উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ প্রদানের জন্য আহ্বান জানানো হয় এবং বাংলাদেশ শুধু জনশক্তি নয় শিল্পসহ অন্যান্য ক্ষেত্রে ধারাবাহিকভাবে উন্নয়নে এগিয়ে যাচ্ছে বলেও তুলে ধরা হয়।
মন্ত্রী জুরাইদাহ কামারচদ্দিন মালয়েশিয়ার সাথে ইউআইটিএস ও পিএইচপি ফ্যামিলিসহ বাংলাদেশের শিক্ষা ও শিল্পক্ষেত্রে সম্পর্ক আরও বৃদ্ধি পাবে বলে মন্তব্য করেন। এ সময় উপস্থিত ছিলেন ইউআইটিএস বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ও পিএইচপি ফ্যামিলির ব্যবস্থাপনা মোহাম্মদ ইকবাল হোসেন, উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হলের প্রভোস্ট অধ্যাপক ড. কে এম সাইফুল ইসলাম খান, পিএইচপি ফ্যামিলি ও বাংলাদেশ সেনা কল্যাণ সংস্থার উপদেষ্টা জিল্লুর রহমান, মালয়েশিয়ার ডেপুটি সেক্রেটারি জেনারেল মাড জাইদি বিন মোদ কারলি, ঢাকায় অবস্থিত মালয়েশিয়ান হাই কমিশনারসহ মন্ত্রীর অন্যান্য সফরসঙ্গীগণ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআজ দৃষ্টি চট্টগ্রামের ৩০ বছর পূর্তি উৎসব
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে মেছোবাঘ উদ্ধার