মালেক শাহ রাহে ভাণ্ডারীর ওরশ কাল

| শনিবার , ২২ অক্টোবর, ২০২২ at ১২:৩৬ অপরাহ্ণ

চট্টগ্রাম দরবার শরীফের প্রতিষ্ঠাতা হযরত মৌলানা ছুফি ছৈয়দ আবদুল মালেক শাহ রাহে ভাণ্ডারীর ৬১তম খোশরোজ শরীফ ওরশে হায়াতী কাল ২৩ অক্টোবর (রবিবার) অনুষ্ঠিত হবে। ওরশ উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচিতে রয়েছে-কোরান খতম, গিলাফ প্রদান, নিয়াজ কোরবানি, দোয়া ও মোনাজাত। রাতে ওরশে আগত মুরীদ ও ভক্তদের উদ্দ্যোশে তকরির করবেন চট্টগ্রাম দরবারের সাজ্জাদানশীন রাহে ভাণ্ডার তরিকার পীর আল্লামা ছৈয়দ জাফর ছাদেক শাহ (মাজিআ)। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধফটিকছড়ির খালেক মঞ্জিলে মাহফিল আজ
পরবর্তী নিবন্ধহোটেল আগ্রাবাদে আছলত মিয়া ও আয়েশা বেগমের স্মরণসভা