লোহাগাড়ায় এক রোহিঙ্গা শ্রমিক তার মালিকের সাত বছর বয়সী ছেলেকে অপহরণ করেছে। গত শনিবার (২৮ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ১ নং ওয়ার্ডের বাঁশখালিয়া পাড়া এলাকায় এই ঘটনা ঘটে। অপহৃত শিশু মো. সায়েদ (৭) একই এলাকার কৃষক দেলোয়ার হোসেনের ছেলে এবং স্থানীয় এম এম সোলতান হোছাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র।
পরে অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত শ্রমিক মো. রিদোয়ানকে (১৮) গ্রেপ্তার করেছে পুলিশ। সে কঙবাজারের উখিয়া বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের আহমদ হোসেনের ছেলে।
পুলিশ জানায়, কৃষক দেলোয়ার হোসেন গত ২১ ডিসেম্বর কৃষি কাজের জন্য রোহিঙ্গা রিদোয়ানকে শ্রমিক হিসেবে বাড়িতে রাখেন। সেই সুবাধে পরিবারের সদস্যদের সাথে তার সম্পর্ক গড়ে উঠে। ঘটনার দিন রাত ৮টার দিকে বাড়ির পাশে চায়ের দোকানে শিশু সায়েদকে চা–নাস্তা খাওয়ানোর কথা বলে নিয়ে যায় ওই রোহিঙ্গা শ্রমিক। প্রায় এক ঘণ্টা অতিবাহিত হওয়ার পরও সায়েদ বাড়ি না ফেরায় খোঁজাখুঁজি করেন স্বজনরা। এক পর্যায়ে কৃষক দেলোয়ার রোহিঙ্গা শ্রমিক রিদোয়ানের মোবাইলে ফোন করলে কিছুক্ষণের মধ্যে ফিরবে বলে জানায়। কিছুক্ষণ পর আবার ফোন করলে মোবাইল বন্ধ পাওয়া যায়। পরে স্থানীয়দের মাধ্যমে জানতে পারেন রোহিঙ্গা শ্রমিকসহ অজ্ঞাতনামা কয়েকজন ব্যক্তি সিএনজি টেঙিতে করে শিশুটিকে নিয়ে উপজেলা সদর বটতলী স্টেশনের দিকে যাচ্ছে। বিষয়টি থানা পুলিশকে জানান কৃষক দেলোয়ার। পুলিশ সাথে সাথে ওই রোহিঙ্গা শ্রমিকের মোবাইল ট্রেকিং শুরু করে এবং রাত সাড়ে ৩টার দিকে কঙবাজার জেলার সদর থানার লিংক রোড এলাকা থেকে রোহিঙ্গা শ্রমিককে গ্রেপ্তার ও অপহৃত শিশুকে উদ্ধার করে।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বলেন, অভিযোগ পাওয়ার সাথে সাথে তথ্যপ্রযুক্তির সাহায্যে ওই রোহিঙ্গার অবস্থান শনাক্ত করে ব্যবস্থা নেয়া হয়েছে। এই ঘটনায় শিশুর পিতা বাদী হয়ে সংশ্লিষ্ট আইনে মামলা করেছেন। ওই রোহিঙ্গা শ্রমিক মুক্তিপণের জন্য শিশুটিকে অপহরণ করেছিল বলে পুলিশের ধারণা। গতকাল গ্রেপ্তার ওই রোহিঙ্গাকে আদালতে সোপর্দ করা হয়েছে।