মালদ্বীপের ইউকালহাস দ্বীপে অনুষ্ঠিত ওয়েস্টার্ন এশিয়ান ইয়ুথ দাবা চ্যাম্পিয়নশিপের র্যাপিড ইভেন্টে বাংলাদেশের ওয়ারসিয়া খুশবু বালিকা অনূর্ধ্ব-১০ গ্রুপে স্বর্ণ পদক জয় করার গৌরব অর্জন করেছে। খুশবু ৭ খেলায় সাড়ে পাঁচ পয়েন্ট পেয়ে শিরোপা জয় করে স্বর্ণ পদক লাভ করেন। বাংলাদেশের মোঃ সাজিদুল হক ওপেন অনূর্ধ্ব-১৪ গ্রুপে ব্রোঞ্জ পদক লাভের গৌরব অর্জন করে।
সাজিদ ৭ খেলায় সাড়ে পাঁচ পয়েন্ট পেয়ে ব্রোঞ্জ পদক লাভ করে। এশিয়ার ৯ টি দেশের ১৫০ জন খেলোয়াড় এ চ্যাম্পিয়নশিপের বিভিন্ন গ্রুপে অংশগ্রহণ করছে। এ চ্যাম্পিয়নশিপের অনূর্ধ্ব ১৮ গ্রুপের চ্যাম্পিয়ন সরাসরি আন্তর্জাতিক মাস্টারের খেতাব লাভ করবে।
বালিকা অনূর্ধ্ব-১৮ গ্রুপের চ্যাম্পিয়ন সরাসরি মহিলা আন্তর্জাতিক মাস্টারের খেতাব এবং অন্যান্য গ্রুপের চ্যাম্পিয়নরা নিয়মানুযায়ী সরাসরি ফিদে মাস্টার, মহিলা ফিদে মাস্টার, ক্যান্ডিডেট মাস্টার ও মহিলা ক্যান্ডিডেট মাস্টারের খেতাব লাভ করবে।