চট্টগ্রাম কাস্টমসে ১৬ কোটি টাকা মূল্যের মার্সিডিজ বেঞ্জ ও ৫ কোটি টাকার ল্যান্ডক্রুজার গাড়িসহ ৪৫ লট পণ্যের অনলাইন নিলাম (ই–অকশন) আজ অনুষ্ঠিত হবে। গত মঙ্গলবার থেকে বিডাররা (নিলামে অংশগ্রহণকারীরা) কাস্টমসের নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে দরপত্র দাখিল করতে পারছেন। দরপত্র দাখিল করা যাবে আজ বিকেল ৫টা পর্যন্ত।
চট্টগ্রাম কাস্টমস সূত্রে জানা গেছে, ৪৫ লট পণ্যের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের ফেব্রিঙ, লেডিস সু সোল, সিরামিকের ফুলদানি, ক্র্যাফ্ট কার্টন, পিভিসি শিট, গার্মেন্টস এঙেসরিজ, সোডিয়াম সালফেট, ব্যবহৃত কম্বল, বই, কম্বলের কাপড়, হুইট ব্রান ক্রপ, মাল্টি গ্রেড ইঞ্জিন অয়েল, পাইনাপল জুস, ম্যাঙ্গু ন্যাক্টার, আপেল জুস, স্ট্রবেরি অ্যান্ড ব্যানানা জুস, মার্সিডিজ বেঞ্জ ও ল্যান্ডক্রুজার গাড়ি। এরমধ্যে ২০২২ সালের তৈরি ব্র্যান্ড নিউ মার্সিডিজ ব্র্যান্ডের দাম ধরা হয়েছে ১৬ কোটি ১০ লাখ ৮৯ হাজার ১৩৬ টাকা এবং ২০২১ সালের তৈরি ল্যান্ডক্রুজারের দাম ধরা হয়েছে ৫ কোটি ১৭ লাখ ৭০ হাজার ৩৪০ টাকা।
জানতে চাইলে চট্টগ্রাম কাস্টমসের উপ–কমিশনার সেলিম রেজা জানান, বন্দরের ইয়ার্ড খালি করার জন্য আমরা নিয়মিত নিলাম কার্যক্রম চালাচ্ছি। তবে এখন আর ম্যানুয়াল পদ্ধতিতে আমরা নিলাম করছি না। সব অনলাইনে নেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। সেই আলোকে আগামীকাল (আজ) দুটি গাড়িসহ ৪৫ লট পণ্য নিলাম অনুষ্ঠিত হবে।