কথা ছিলো, এক রবিবার বিকেলে,
হাতে হাত রেখে আমরা সকলে,
চলে যাবো, স্মৃতি সৌধের পদপ্রান্তে,
অসীম প্রেমের মর্মর গাথা গাইতে।
হাতে হাতে থাকবে সবার, সবুজ পতাকা,
গর্বে দীপ্ত, আনন্দময়, নতুন স্বপ্নে আঁকা।
ওরা জানবে,
কতোটা রক্ত গড়িয়েছে রাজপথে,
কতো নিবেদন, কতোটা আত্মাহুতি,
হয়েছিলো এই, স্বাধীন দেশটি পেতে?
বাবার লোহু তে, ভাইয়ের শোণিতে,
মার্চের এক ভয়াল নিশীথ রাতে,
জেগেছে বাঙালি, খুলেছে আগল,
স্বাধীন, সবুজ, সোনার বাংলা পেতে।