মার্কিন সাংবাদিক ড্যানিয়েল পার্লকে হত্যায় অভিযুক্ত আহমেদ ওমর সাঈদ শেখকে খালাস দিয়েছে পাকিস্তানের একটি আদালত। গতকাল বৃহস্পতিবার দেশটির সুপ্রিম কোর্টের তিনজন বিচারপতির একটি বেঞ্চ এই আদেশ দেন। সরকারি আইনজীবীর বরাতে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।
প্রাদেশিক অ্যাটর্নি জেনারেল সালমান তালিবুদ্দিন বার্তাসংস্থা রয়টার্সকে ক্ষুদেবার্তায় জানিয়েছেন, প্যানেলের তিন বিচারপতির মধ্যে দুজন রায়ের পক্ষে মত দেন। ফলে অভিযুক্ত সবাই খালাস পান। ২০০২ সালে ওয়াল স্ট্রিট জার্নালের রিপোর্টার পার্লকে অপহরণের পর হত্যা করা হয়। এ ঘটনায় প্রধান অভিযুক্ত ছিলেন আহমেদ ওমর সাঈদ শেখ। এ মামলায় নিম্ন আদালতে তার মৃত্যুদণ্ড হয়েছিলো। তবে মঙ্গলবার সর্বোচ্চ আদালতের রায়ে তিনি মুক্তি পান।