চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বারের সভাপতি ও কেডিএস গ্রুপের চেয়ারম্যান খলিলুর রহমান বলেছেন, বাংলাদেশী রপ্তানি পণ্যের উপর আরোপিত বাড়তি মার্কিন শুল্ক ৩৫ শতাংশ থেকে কমিয়ে ২০ শতাংশ নির্ধারণ করায় পোশাক খাতের জন্য একটি ইতিবাচক দিক। কারণ বাংলাদেশের তৈরি পোশাক যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি রপ্তানি হয়। এই বাজারে শুল্ক ১৫ শতাংশ কমে যাওয়া মানে পোশাক খাত সংশ্লিষ্টরা উপকৃত হবেন। আরেকটি বিষয় হলো–যদি ভারতের পণ্য রপ্তানিতে ২৫ শতাংশ নির্ধারণ করে যুক্তরাষ্ট্র। সেদিক থেকে আমরা সুবিধাজনক অবস্থানে আছি। তবে পাকিস্তানের শুল্ক আমাদের থেকে ১ শতাংশ কম। আমরা মনে করি–বাড়তি শুল্ক কমানোর কারণে পোশাক কারখানায় কর্মরত শ্রমিকদের মান মর্যাদা বাড়বে। আরেকটি কথা হলো–আমাদের অর্থনীতি টেকসই করতে হলে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ–গ্যাস সরবরাহ, বন্দর ব্যবস্থাপনা ও লজিস্টিক সাপোর্ট উন্নত করতে হবে।