মার্কিন নিষেধাজ্ঞার প্রতিক্রিয়ায় ফের ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

| শনিবার , ১৫ জানুয়ারি, ২০২২ at ১১:৪৭ পূর্বাহ্ণ

উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের দেওয়া নিষেধাজ্ঞাকে ‘উসকানিমূলক’ অ্যাখ্যা ও শক্তিশালী প্রতিক্রিয়া দেখানোর হুমকি দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই পিয়ংইয়ং অন্তত ২টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়া ও জাপান। দক্ষিণের জয়েন্ট চিফস অব স্টাফ জানিয়েছে, গতকাল শুক্রবার উত্তর কোরিয়া যে দুটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে শনাক্ত হয়েছে, সেগুলো স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বলে মনে হচ্ছে। খবর বিডিনিউজের। পিয়ংইয়ং প্রদেশের পূর্বদিক থেকে পশ্চিম উপকূলের দিকে ওই ক্ষেপণাস্ত্রগুলো ছোড়া হয়েছে। জাপানের কোস্টগার্ড বলছে, উত্তরের ছোড়া এই ক্ষেপণাস্ত্রগুলো ব্যালিস্টিক বলে তারাও ধারণা করছে। সমুদ্রে জাপানের বিশেষ অর্থনৈতিক অঞ্চলের বাইরে ক্ষেপণাস্ত্রগুলো পড়েছে বলেই মনে হচ্ছে, বলেছেন জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা। এ নিয়ে দুই সপ্তাহের মধ্যে উত্তর কোরিয়ার তৃতীয় দফা ক্ষেপণাস্ত্র ছুড়ল বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। আগের দুইবার তারা ‘হাইপারসনিক ক্ষেপণাস্ত্র’ ছুড়েছিল বলে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে দাবি করা হয়েছিল।

পূর্ববর্তী নিবন্ধপশ্চিমবঙ্গে ট্রেন লাইনচ্যুত নিহত বেড়ে ৯
পরবর্তী নিবন্ধবাইডেনের কর্মক্ষেত্রে টিকা বাধ্যতামূলকের নীতি আটকে দিল সুপ্রিম কোর্ট