মার্কিন অস্ত্র রপ্তানি সহজ করতে নির্বাহী আদেশে সই ট্রাম্পের

| শুক্রবার , ১১ এপ্রিল, ২০২৫ at ১২:৩১ অপরাহ্ণ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামরিক সরঞ্জাম রপ্তানির নিয়ম কানুন পর্যালোচনা করতে এক নির্বাহী আদেশে সই করেছেন। মার্কিন প্রতিরক্ষা কোম্পানিগুলো যেন সহজে বিদেশে তাদের পণ্য বিক্রি করতে পারে তার উদ্যোগ নিয়েছেন ট্রাম্প। খবর বিডিনিউজের।

বুধবার ওভাল অফিসে হোয়াইট হাউজের জ্যেষ্ঠ উপদেষ্টা উইল শার্ফ বলেন, আমরা আমাদের গুরুত্বপূর্ণ মিত্রদের কাছে নির্ভরযোগ্য ও কার্যকরভাবে অস্ত্র সরবারহে ব্যর্থ হচ্ছি। এর মূল কারণ হলো বিদেশে সামরিক বিক্রির অনুমোদন প্রক্রিয়ায় নানা জটিলতা ও অসামঞ্জস্য। এই নির্বাহী আদেশ প্রতিরক্ষা মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট অন্যান্য সংস্থাকে অস্ত্র রপ্তানি নীতিমালা পর্যালোচনা করে নতুন কাঠামো তৈরির নির্দেশ দেবে বলে জানিয়েছেন শার্ফ।

তিনি বলেন, এর ফলে একদিকে যেমন যুক্তরাষ্ট্রে কর্মসংস্থান বাড়বে, অন্যদিকে মিত্র দেশগুলোর কাছে গুরুত্বপূর্ণ সামরিক সরঞ্জাম দ্রুত সরবরাহ করা যাবে। রয়টার্স এপ্রিলের শুরুতে এক প্রতিবেদনে জানিয়েছিল, ট্রাম্প এমন একটি আদেশের পরিকল্পনা করছেন, যা অস্ত্র রপ্তানির বিধি সহজ করবে।

পূর্ববর্তী নিবন্ধস্বরলিপি সাংস্কৃতিক অঙ্গনের ঈদ পুনর্মিলনী
পরবর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ৬.৪৮ কোটি টাকা