মার্কস অলরাউন্ডার প্রতিযোগিতা শুরু

| রবিবার , ২৮ সেপ্টেম্বর, ২০২৫ at ৯:১৬ পূর্বাহ্ণ

মার্কস অলরাউন্ডার গত ২৬ এবং ২৭ সেপ্টেম্বর ৬টি ভেন্যুতে (ফেনী জি এ একাডেমি হাই স্কুল, নোয়াখালী গভর্মেন্ট গার্লস হাই স্কুল, নবাব ফয়জুন্নেসা গভর্মেন্ট গার্লস হাই স্কুল, কুমিল্লা, নোয়াখালী জিলা স্কুল, কুমিল্লা ইউসুফ হাই স্কুল) অনুষ্ঠিত হয়েছে। যেখানে অংশ নিয়েছে ফেনী, নোয়াখালী ও কুমিল্লার অসংখ্য প্রতিভাবান শিক্ষার্থী। বাংলাদেশের সকল স্কুলকলেজ (প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণি) এবং সমমানের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রতিযোগিতার গ্রুপ ও বিষয়সমূহ প্লে৪র্থ : জুনিয়র স্কুল। বিষয়ঃ গান, নাচ, অভিনয়, চিত্রাঙ্কন, আবৃত্তি, গল্পবলা। ৫ম৮ম : মিডল স্কুল। বিষয় ঃ গান, নাচ, অভিনয়, চিত্রাঙ্কন, আবৃত্তি, উপস্থিত বক্তৃতা। ৯ম১২দশ : হাই স্কুল এবং কলেজ। বিষয়ঃ গান, নাচ, অভিনয়, চিত্রাঙ্কন, আবৃত্তি, উপস্থিত বক্তৃতা। মার্কস অলরাউন্ডারে ৩টি গ্রুপ থেকে সেরা ৩ অলরাউন্ডারের প্রত্যেকে পাবে ১৫ লাখ টাকার শিক্ষাবৃত্তি এবং বিভিন্ন পর্যায়ের বিজয়ীরা পাবেন সর্বমোট ১ কোটি টাকারও বেশি উপহার ও শিক্ষাবৃত্তি। গ্র্যান্ড ফিনালেতে ৩টি গ্রুপের ফার্স্ট রানার্স আপ এবং এবং সেকেন্ড রানার্স আপ প্রত্যেকে পাবে ৫ লাখ এবং ৩ লাখ টাকার শিক্ষাবৃত্তি। ৩টি গ্রুপের ৬ টি বিষয়ের প্রত্যেকটিতে সেরা ৩ জন করে সর্বমোট ৫৪ জন সেরা পারফর্মারের প্রত্যেকে পাবে যথাক্রমে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ পদক। জাতীয় পর্যায়ে ৩ টি গ্রুপের চ্যাম্পিয়নদের শিক্ষা প্রতিষ্ঠান পাবে ১ টি করে কম্পিউটার। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপলিটেকনিক ইনস্টিটিউটে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন
পরবর্তী নিবন্ধব্যাংকার্স ক্লাবের মিলন মেলা