মার্ক অ্যাঞ্জেলো রিভার অ্যাওয়ার্ড পেলেন ড. মনজুরুল কিবরীয়া

চবি প্রতিনিধি | রবিবার , ২৮ সেপ্টেম্বর, ২০২৫ at ৭:৫০ পূর্বাহ্ণ

বিশ্ব নদী দিবস উপলক্ষে অনুষ্ঠিত হলো ‘মার্ক অ্যাঞ্জেলো রিভার অ্যাওয়ার্ড ২০২৫’ প্রদান অনুষ্ঠান। নদী রক্ষায় অবদানের স্বীকৃতিস্বরূপ এ বছর গবেষণা ক্যাটাগরিতে সম্মানজনক এই পুরস্কার পেয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ও হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরির সমন্বয়কারী ড. মো. মনজুরুল কিবরীয়া।

গতকাল সকাল ১১টার দিকে রাজধানীর পানি ভবন অডিটোরিয়ামে এই অ্যাওয়ার্ড প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। ড. কিবরীয়ার পাশাপাশি সাংবাদিকতা ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন সাংবাদিক জাহিদুর রহমান এবং সংগঠন ক্যাটাগরিতে পুরস্কার অর্জন করেছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)। বাপার পক্ষ থেকে পুরস্কার গ্রহণ করেন সংগঠনের সভাপতি অধ্যাপক ড. নূর মোহাম্মদ তালুকদার। পুরস্কারপ্রাপ্তদের হাতে সনদ, ক্রেস্ট ও অর্থ তুলে দেওয়া হয়। কানাডা থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করেন বিশ্বখ্যাত নদীসংরক্ষক, লেখক ও বক্তা মার্ক অ্যাঞ্জেলো। তিনি ‘ওয়ার্ল্ড রিভার্স ডে’র প্রতিষ্ঠাতা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

জানতে চাইলে ড. মো. মনজুরুল কিবরীয়া বলেন, আসলে অ্যাওয়ার্ড পেলে প্রতিটা মানুষের ভালো লাগে। আমারও ভালো লাগছে। আমি নদী নিয়ে কাজ করি প্রায় ২৫ বছর। এই কাজ করতে গিয়ে অনেক বাধা প্রতিবন্ধকতার স্বীকার হয়েছি। যখনই আমার কাজের স্বীকৃতি ও সম্মান স্বরূপ অ্যাওয়ার্ড হাতে উঠে তখন সব ভুলে যাই। আবার নতুন করে কাজ করতে মনোবল আসে।

উল্লেখ্য, বাংলাদেশ রিভার ফাউন্ডেশনের উদ্যোগে গত বছর (২০২৪) প্রথমবারের মতো এ পুরস্কার প্রবর্তন করা হয়। কিংবদন্তী পরিবেশবিদ মার্ক অ্যাঞ্জেলোর নদীসংরক্ষণে অবদান স্মরণে এমন পুরস্কার বাংলাদেশে চালু হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধচকরিয়ায় দুই খুন
পরবর্তী নিবন্ধট্রাম্পের সঙ্গে হাস্যোজ্জ্বল ড. ইউনূস