মারা গেল চিকিৎসাধীন সেই নীল গাই

ডুলাহাজারা সাফারি পার্ক

চকরিয়া প্রতিনিধি | রবিবার , ২৫ মে, ২০২৫ at ৮:৩৮ পূর্বাহ্ণ

কক্সবাজারের চকরিয়া ডুলাহাজারা সাফারি পার্কে চিকিৎসাধীন সেই নীল গাই মারা গিয়েছে। গতকাল শনিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় পার্কের বন্যপ্রাণী হাসপাতালের অভ্যন্তরে নির্দিষ্ট বেষ্টনীতে মারা যায় নীল গাইটি। ময়নাতদন্ত শেষে গতকাল সন্ধ্যায় তাকে পুঁতে ফেলা হয়। এ ব্যাপারে চকরিয়া থানায় একটি সাধারণ ডায়েরি রুজু করা হয়েছে। পার্ক কর্তৃপক্ষ জানিয়েছে, সীমানার কাঁটাতার পেরিয়ে ভারত থেকে বাংলাদেশের পঞ্চগড়ের গড়িনাবাড়ি এলাকায় ঢুকে পড়ে প্রাপ্ত বয়স্ক এই নীল গাই। হরিণ মনে করে উৎসুক লোক তাকে ধরার জন্য পিছু নেয়। এতে প্রাণে বাঁচতে স্ত্রী নীল গাইটি দৌড়াদৌড়ি করলে পাসহ শরীরের একাধিক স্থানে আঘাত পেয়ে বেশ ক্ষতের সৃষ্টি হয়। বন বিভাগ গত ১১ মে উদ্ধারের পর প্রাথমিক চিকিৎসা দিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনায় আহত নীল গাইকে সুস্থ করে তুলতে প্রেরণ করা হয় ডুলাহাজারা সাফারি পার্কে। ডুলাহাজারা সাফারি পার্কের বন্য প্রাণী হাসপাতালের চিকিৎসক হাতেম সাজ্জাদ জুলকার নাইন জানান, প্রাণীটির পাসহ শরীরের একাধিক স্থানে সৃষ্টি হওয়া ক্ষত থেকে পুঁজও বের হতে থাকে অনবরত। কিন্তু সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে নীল গাইটি মারা পড়ে।

সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা (তত্ত্বাবধায়ক) মো. মনজুরুল আলম আজাদীকে জানান, পঞ্চগড় সীমান্তে আহত অবস্থায় উদ্ধার হওয়া নীল গাইটিকে পার্কে প্রেরণের পর চিকিৎসা কার্যক্রম চালিয়ে সুস্থ করার আপ্রাণ চেষ্টা করা হয়। কিন্তু প্রাণীটিকে বাঁচিয়ে রাখা যায়নি। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা (ভেটেরিনারি সার্জন) মো. আরিফ উদ্দিনের নেতৃত্বে ময়নাতদন্ত কার্যক্রম সম্পন্ন করে প্রয়োজনীয় অঙ্গপ্রত্যঙ্গ সংগ্রহ শেষে মাটিতে পুঁতে ফেলা হয়েছে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি রুজু করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধপটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে যুক্ত হলো ব্ল্যাড ট্রান্সফিউশন ও আল্ট্রাসনোগ্রাফি মেশিন
পরবর্তী নিবন্ধশেষ হলো বাংলাদেশের ধ্রুপদী চলচ্চিত্র অধিবেশন