মহেশখালীতে মায়ের মৃত্যুর শোক সইতে না পেরে মারা গেলেন মেয়েও। গতকাল শনিবার মহেশখালী পৌরসভার পুটিবিলা মোবারক আলীপাড়ায় এ ঘটনা ঘটে।
মৃতরা হলেন, উপজেলার পুটিবিলা মোবারক আলীপাড়ার মো. হোসেনের স্ত্রী আম্বিয়া খাতুন (৬০) ও তাদের মেয়ে কামরুন্নেসা (৪৫)।
পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত রাত ৮টায় বার্ধক্যজনিত কারণে মা আম্বিয়া খাতুন মারা যান। এ সময় একই বসতভিটায় বসবাসরত মেয়ে কামরুন্নেসা মায়ের মৃত্যু শোক সইতে না পেরে স্ট্রোক করেন। তাকে মহেশখালী হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে রেফার করেন। সেখানে রাত ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মেয়ে কামরুন্নেসা মারা যান। গতকাল শনিবার যোহরের নামাজের পরে মোবারক আলী পাড়া জামে মসজিদের মাঠে মা ও মেয়ের জানাজা শেষে মসজিদ সংলগ্ন কবরস্থানে তাদের দাফন করা হয়েছে।