মন মাতিয়ে সারাবেলা ঘুরব যেদিন ফানুস হয়ে
তুমি কি যাবে আমার সাথে সূর্য যেথায় রঙ ছিটে?
হৃদয় মাঝে বিষণ্নতা লাগাম ছিঁড়ে পালিয়ে যাবে
রঙিন সুতোয় বুনবো ফুল স্বপ্নতরীর নয়া পালে,
কঠিন সময় গলবে যেদিন নরম আলোয় হৃদয় ছুঁয়ে
ঝুম বরষা নামবে সেদিন বাজবে আবার নূপুর পায়ে,
সুরের খেয়ায় ভাসব সুখে রঙিন ভোরে খোলা মনে
রঙধনু রঙ ছিটিয়ে যাবে শেষ বিকেলের বৃষ্টি শেষে,
মাখিয়ে দেব সে রঙ তোমায় ভালোবেসে অমল সুখে
ক্ষণে দেখা আলোর মাঝে জীবনটাকে সাজিয়ে নিব
প্রাণের আধার পূর্ণ করে লেনাদেনার হিসেব ভুলে
ভালোবাসার ঝরনা ধারায় মন ভিজাতে এগিয়ে যাব,
প্রাণের মাঝে মিনার হয়ে রঙে রঙে রাঙিয়ে দেব
তুমি যাবে আমার সাথে আকাশ যেথায় মিশে গেছে?
তেপান্তরের মাঠের কোণে রাখালিয়ার মোহন বাঁশি
মায়ার বাতাস ছড়িয়ে দেবে ময়না টিয়ার মধুর শিষে।