মায়াবী হেমন্ত

শঙ্খশুভ্র পাত্র | বুধবার , ২৯ নভেম্বর, ২০২৩ at ১০:১২ পূর্বাহ্ণ

নতুন ধানের ঘ্রাণে আমোদিত চারদিক।

বন্ধুকে চিঠি লিখি শুভেচ্ছা হার্দিক।

হেমন্তে শিশির মাখা কুয়াশার গল্প

আশা করে শুনবে কে? শীতটা যে অল্প!

ফাঁকা মাঠে হাওয়া খেলে ভরপুর চিত্ত,

তিলফুলে প্রজাপতি শুরু করে নৃত্য।

হিমঋতু দেখে ভীতু কেউ হয় কখনো?

আমি তো দেখছি শুধু কবিতার স্বপ্ন।

বন্ধুকে চিঠি লিখে ভেবেছি এমন তো

বাড়ি এলে তাকে দেব মায়াবী হেমন্ত।

পূর্ববর্তী নিবন্ধএলেবেলে ছড়া
পরবর্তী নিবন্ধসাথী হয়ে থাকি মিশে