বঙ্গবন্ধুর ভাস্কর্য বিরোধী বক্তব্য দেয়া হেফাজতে ইসলামের নেতা মাওলানা মামুনুল হককে প্রতিহত করার ঘোষণা দিয়েছে উত্তর জেলা ছাত্রলীগ। নেতৃবৃন্দ স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, এই চট্টগ্রাম থেকে গোলাম আজমকে প্রতিহত করা হয়েছে। সাঈদীর মাহফিল বন্ধ করা হয়েছে। সবাই মিলে মামুনুল হককেও প্রতিহত করবো। অন্যদিকে হেফাজত নেতৃবৃন্দ মাওলানা মামুনুল হককে হাটহাজারী তাফসিরুল কোরান মাহফিলে এনে সংবর্ধনা দিতে বদ্ধপরিকর। পুলিশের পক্ষে জানানো হয়, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আজ শুক্রবার হাটহাজারীর তাফসিরুল কোরান মাহফিলে প্রধান বক্তা থাকার কথা রয়েছে মামুনুল হকের, যিনি বাংলাদেশ খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব ও যুব মজলিসের সভাপতি। এছাড়া নবগঠিত হেফাজতের কমিটিতে তিনি যুগ্ম মহাসচিব। তাকে সংবর্ধনা দেয়ার প্রস্তুতি নিয়েছে হাটহাজারী মাদ্রাসার শিক্ষার্থীরা। এমনটাই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হচ্ছে গত কয়েকদিন ধরে। হাটহাজারী পার্বতী উচ্চ বিদ্যালয় মাঠে আল আমিন সংস্থা তাফসিরুল কোরান মাহফিলের আয়োজন করেছে। মাওলানা মামুনুল হকের আগমন ঠেকাতে ছাত্রলীগ কঠোর অবস্থানে রয়েছে জানান উত্তর জেলা ছাত্রলীগ সভাপতি মো. রেজাউল করিম। তিনি বলেন, মামুনুল হক বার বার উস্কানিমূলক বক্তব্য দিয়ে জাতির দুশমন হিসেবে চিহ্নিত হয়েছেন। তার আগমন প্রতিহত করা হবে। হাটহাজারী সড়কের অঙিজেন মোড়, আমান বাজার, বড়দীঘির পাড়সহ বিভিন্ন স্থানে আজ সকাল থেকে ব্যারিকেড দিয়ে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে ছাত্রলীগ। একইভাবে ঘোষণা দিয়েছে চবি ছাত্রলীগের নেতাকর্মীরা। তারা চবি ১ নম্বর গেটে অবস্থান নেবেন।
মামুনুল হককে চট্টগ্রামে প্রতিহতের জন্য ছাত্রলীগের সকল স্তরের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন মহানগর ছাত্রলীগ নেতৃবৃন্দও। এক প্রেস বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ছাত্রলীগ চট্টগ্রাম মহানগরীর সভাপতি ও সাধারণ সম্পাদক নগরীর আওতাধীন সকল কলেজ, থানা, ওয়ার্ডসহ সর্বস্তরের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তিকারী মামুনুল হক চট্টগ্রামে আসার চেষ্টা করছে বলে আমরা জানতে পেরেছি। চট্টগ্রামের মাটিতে কোন ধরনের জঙ্গিবাদ’ মৌলবাদী সামপ্রদায়িক কার্যক্রম আপামর ছাত্রজনতা মেনে নিবে না। বিজ্ঞপ্তিতে বলা হয়, মহানগর ছাত্রলীগের সকল নেতাকর্মীদের অবস্থান নিজ নিজ এলাকায় নিরবচ্ছিন্ন সক্রিয় থেকে অশুভ শক্তি প্রতিরোধ করার জন্য নির্দেশ প্রদান করা যাচ্ছে এবং একই সাথে আপামর ছাত্রজনতাকে ছাত্রলীগের পাশে থেকে সকল অপ্রীতিকর ঘটনা প্রতিহত করার আহবান জানানো হলো।
এদিকে হেফাজতের প্রচার সম্পাদক মাওলানা জাকারিয়া নোমান ফয়েজী জানান-মাওলানা মামুনুল হক আজ হাটহাজারী বড় মাদ্রাসায় জুমার নামাজ আদায় করবেন। সন্ধ্যায় আল আমিন সংস্থার মাহফিলে বয়ান করবেন। হাটহাজারী যাওয়ার জন্য মামুনুল হক আকাশ পথে চট্টগ্রাম পৌঁছবেন। এরপর শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দর থেকে সড়ক পথে হাটহাজারী যাবেন। হাটহাজারী থানার ওসি রফিকুল ইসলাম বলেন- পুলিশের দায়িত্ব আইন শৃঙ্খলা রক্ষা করা। আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থে যা প্রয়োজন, তা করা হবে।
চবিতে কুশপুত্তলিকা দাহ ও বিক্ষোভ : আমাদের চবি প্রতিনিধি জানান, মামুনুল হকের কুশপুত্তলিকা দাহ ও বিক্ষোভ মিছিল করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগ। গতকাল বৃহস্পতিবার রাত আটটার দিকে ক্যাম্পাসের জিরো পয়েন্টে তারা কুশপুত্তলিকা দাহ করেন। এসময় উপস্থিত শতাধিক ছাত্রলীগ নেতাকর্মী দ্রুত মামুনুল হকের গ্রেফতার দাবি করেন। এ ব্যাপারে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপু আজাদীকে বলেন, বঙ্গবন্ধুর ভাষ্কর্য নিয়ে কটূক্তিকারী হেফাজত নেতা মামুনুল হককে কিছুতেই চবি ক্যাম্পাসের সামনে দিয়ে হাটহাজারী যেতে দেব না। যেকোনো উপায়ে তাকে ঠেকানো হবে। ছাত্রলীগ কর্মীদের প্রস্তুত থাকতে বলেছি। সভাপতি রেজাউল হক রুবেল বলেন, যেই বঙ্গবন্ধুর জন্য আমরা বাংলাদেশ পেয়েছি, সেই বঙ্গবন্ধুকে অবমাননাকারী মামুনুল হককে চট্টগ্রাম কখনো মেনে নেবে না। শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও এই মামুনুল হককে জামাতি এজেন্ডা বাস্তবায়ন করতে দেব না।