মামুনুল হককে মাঠে নামার চ্যালেঞ্জ নিক্সন চৌধুরীর

চট্টগ্রামে যুবলীগ নেতা বদিকে সংবর্ধনা

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ১ ডিসেম্বর, ২০২০ at ১০:৪৮ পূর্বাহ্ণ

হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হককে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও ফরিদপুর-৪ আসনের সাংসদ মজিবুর রহমান চৌধুরী নিঙন বলেছেন, ‘মামুনুল হক কারে চ্যালেঞ্জ করে? শেখ হাসিনারে চ্যালেঞ্জ করে! ব্যাডা কী পাগল? মাথায় কি বুদ্ধি কম? আরে শেখ হাসিনা তো অনেক উপরের বিষয়। আগে সারাদেশে যুবলীগের সঙ্গে লইড়া দেখেন। আসেন, দেখেন খেলা হবে। এই যুবলীগের সঙ্গে এক মিনিট লড়ার ক্ষমতা আপনার নেই।’ গতকাল সোমবার দুপুর আড়াইটায় চট্টগ্রামের পুরনো রেলস্টেশন চত্বরে কেন্দ্রীয় যুবলীগের নবনির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম বদির সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। হেফাজত নেতা মামুনুল হককে তেলাপোকার সাথে তুলনা করে নিঙন বলেন, ‘আরে মিয়া তেলাপোকাও পাখি, আর আপনিও মানুষ। যদি সাহস থাকে তাহলে আসেন মাঠে আসেন।
চট্টগ্রাম উত্তর, দক্ষিণ, মহানগর শাখার আয়োজনে নগর যুবলীগের আহ্বায়ক মহিউদ্দিন বাচ্চুর সভাপতিত্বে উত্তর জেলা যুবলীগ সাধারণ সম্পাদক মো রাশেদুল আলমের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উত্তর জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা, নগর আওয়ামী লীগ সহ সভাপতি আলতাফ হোসেন বাচ্চু, নগর আওয়ামী লীগের বন ও পরিবেশ সম্পাদক মসিউর রহমান চৌধুরী, যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মাহমুদুল হক, সংবর্ধিত যুবনেতা বদিউল আলম, নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার তৌফিকুর রহমান, দক্ষিণ জেলা যুবলীগ সভাপতি আ ম ম টিপু সুলতান চৌধুরী, সাধারণ সম্পাদক পার্থ সারথী চৌধুরী, নগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক ফরিদ মাহমুদ, দিদারুল আলম দিদার, মাহবুবুল হক সুমন প্রমুখ। সংবর্ধিত অতিথি বদিউল আলম বদি বলেন, যুবলীগ চেয়ারম্যান, সাধারণ সম্পাদক আমাকে যে দায়িত্ব দিয়েছেন তা আমি অতীতের মতো বিশ্বস্ততার সাথে পালন করব। প্রধানমন্ত্রীর টেকসই উন্নয়ন তরান্বিত করতে মুক্তিযুদের চেতনায় উদ্বুদ্ধ একটি দক্ষ, প্রশিক্ষিত, আধুনিক, বিজ্ঞানমনস্ক যুবসমাজ গড়ে তোলার জন্য নিরলসভাবে কাজ করে যাব। অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুলের মালা পরিয়ে বরণ করে নেন বৃহত্তর চট্টগ্রামের নেতৃবৃন্দ। এসময় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন যুবলীগের সম্পাদক মন্ডলীর সাবেক সম্পাদক শাহদাত হোসেন, কাজী আবদুর রহমান, আবুল কালাম আজাদ, খাগড়াছড়ি জেলা যুবলীগ সভাপতি যতন কুমার ত্রিপুরা, রাঙামাট জেলা যুবলীগ সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ কাজল, দেবাশিষ পাল দেবু, হাসান মুরাদ বিপ্লব, এম আর আজিম, মোহাম্মদ সালাউদ্দিন, নুরুল আনোয়ার, নগর ছাত্রলীগ সভাপতি ইমরান আহমেদ ইমু।

পূর্ববর্তী নিবন্ধপাহাড়ে হোটেল নির্মাণের প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ
পরবর্তী নিবন্ধডা. তুহিনের সচেতনতামূলক কার্যক্রম শুরু