মামলা বাতিল আবেদনের শুনানি ফের পেছাল

কক্সবাজার প্রতিনিধি | বুধবার , ১১ নভেম্বর, ২০২০ at ৪:৪১ পূর্বাহ্ণ

মেজর (অবঃ) সিনহা মোঃ রাশেদ খান হত্যা মামলা বাতিল চেয়ে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতে দায়ের করা রিভিশন আবেদনটির গ্রহণযোগ্যতা নিয়ে শুনানি ফের পিছিয়েছে। গতকাল মঙ্গলবার ছিল আবেদনের শুনানির ধার্য তারিখ। কিন্তু আবেদনকারী পক্ষের আইনজীবী মামলা শুনানির জন্য আদালতে সময় প্রার্থনা করায় আদালত তার আবেদন গ্রহণ করে আগামী ১৩ ডিসেম্বর শুনানির নতুন দিন ধার্য করেন। সিনহা হত্যা মামলার প্রধান আসামি লিয়াকত আলী’র পক্ষে গত ৪ অক্টোবর এ আবেদন করা হয়।
কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পিপি এডভোকেট ফরিদুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, মেজর (অবঃ) সিনহা হত্যা মামলা বাতিল চেয়ে আসামি লিয়াকত আলীর পক্ষে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতে দায়ের করা রিভিশন আবেদনটির গ্রহণযোগ্যতা নিয়ে শুনানির ধার্য তারিখে গতকাল রাষ্ট্রপক্ষ ও বাদীনী শারমিন শাহরিয়ার ফেরদৌস এর পক্ষে রিভিশন আবেদনটির আংশিক শুনানি হয়। কিন্তু লিয়াকত আলীর পক্ষের আইনজীবী শুনানির জন্য সময়ের প্রার্থনা করায় আগামী ১৩ ডিসেম্বর শুনানির নতুন দিন ধার্য করেন আদালত।

পূর্ববর্তী নিবন্ধঅর্ধেকের বেশি টাকা ফেরত যাবে!
পরবর্তী নিবন্ধসরবরাহ বৃদ্ধি আরো কমেছে পেঁয়াজের দাম