নগরীর তিন বেসরকারি কন্টেনার ডিপোতে কর্মবিরতি প্রত্যাহার করে কাজে যোগ দিয়েছেন সিঅ্যান্ডএফ কর্মচারীরা। গতকাল সন্ধ্যায় চট্টগ্রাম কাস্টমসে অনুষ্ঠিত বৈঠকে এসএপিএল কর্তৃপক্ষ কর্মচারীদের বিরুদ্ধে মামলার প্রত্যাহারের সিদ্ধান্তের কর্মচারীরা কাজে যোগ দেন। এছাড়া বৈঠকে সিএন্ডএফ কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকে ডিপো কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা তুলে নেয়ার সিদ্ধান্ত হয়।
এর আগে গত সোমবার রাতে এসএপিএল ডিপোয় এক সমঝোতা বৈঠকে সিঅ্যান্ডএফ কর্মচারীদের ওপর হামলার প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দেয় সিঅ্যান্ডএফ কর্মচারী ইউনিয়ন। কর্মসূচির অংশ হিসেবে তারা গত মঙ্গলবার এসএপিএল, ওসিএল এবং ইস্পাহানি ডিপোতে কাজ বন্ধ রাখে।
চট্টগ্রাম কাস্টমস এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কাজী মাহমুদ ইমাম বিলু বলেন, সিঅ্যান্ডএফ কর্মচারীদের ওপর হামলার প্রতিবাদ ও বিচার দাবিতে ইউনিয়ন তিন ডিপোতে কর্মবিরতি পালন করে। আজ (গতকাল) সন্ধ্যায় চট্টগ্রাম কাস্টমসের কমিশনার মো. ফাইজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে ডিপো কর্তৃপক্ষ কর্মচারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত জানায়। এছাড়া কর্মচারীদের ইউনিয়নের নেতারা তাদের পক্ষ থেকে মামলা তুলে নেয়ার কথা জানান। ফলে তিনটি ডিপোতে অচলাবস্থা নিরসন হয়েছে।
বেসরকারি কনটেইনার ডিপো মালিকদের সংগঠন বিকডা’র সাধারণ সম্পাদক রুহুল আমিন শিকদার বলেন, বৈঠকে মামলার সিদ্ধান্ত হওয়ায় আপাতত অচলাবস্থার নিরসন হয়েছে।
চট্টগ্রাম সিঅ্যান্ডএফ কর্মচারী ইউনিয়নের সভাপতি কাজী মো. খায়রুল বাশার মিল্টন জানান, কাস্টম হাউসে সভা হয়েছে। এতে সিঅ্যান্ডএফ কর্মচারীদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত হয়েছে। তাই আমরা কাজে যোগ দিয়েছি।












