নগরীর বিভিন্ন সড়কে শৃঙ্খলা ফেরাতে মামলা ও জরিমানার হার বেড়েছে ঠিকই, তবে বিশৃঙ্খলা রয়ে গেছে আগের মতোই। সিএমপির ট্রাফিক বিভাগের চারটি জোন থেকে পাওয়া তথ্যমতে, গত ৯ মাসে সিএমপি ট্রাফিক বিভাগ ৩১ হাজার ৬৫২টি মামলা করেছে। ৩৫ হাজার ৪৭৮টি গাড়ি আটক করে জরিমানা আদায় করেছে ১২ কোটি ৬৪ লাখ টাকা। এছাড়া একই বিষয়ে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১ হাজার ৭৮৮টি মামলা করে। এতে ৪৮ লাখ ৭৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
সিএমপির ট্রাফিক বিভাগের মামলা পর্যালোচনা করে দেখা যায়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ৯ মাসে সিএমপির ট্রাফিক দক্ষিণ জোনে মামলা রেকর্ড করা হয়েছে ১২ হাজার ১০৪টি। একই সময়ে ১০ হাজার ৬৬৭টি গাড়ি আটকের মাধ্যমে ৩ কোটি ৬৯ লাখ ৩৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ট্রাফিক উত্তর বিভাগে ৯ মাসে মামলা হয়েছে ৮ হাজার ৩৮৩টি। তারা গাড়ি আটক করেছে ৮ হাজার ১৯০টি। এতে জরিমানা আদায় করেছে ৩ কোটি ১২ লাখ ৭৯ হাজার ১৭৫ টাকা। সিএমপির ট্রাফিক পশ্চিম বিভাগে ৬ হাজার ২৮টি মামলা হয়েছে গেল ৯ মাসে। এ সময় ১০ হাজার
৩৪৫টি গাড়ি আটকের মাধমে ৩ কোটি ৫০ লাখ ৯১ হাজার ১৫০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
ট্রাফিক বন্দর বিভাগে একই সময়ে ৫ হাজার ১৩৭টি মামলা হয়েছে। তারা ৬ হাজার ২৭৬টি গাড়ি আটকের মাধমে ২ কোটি ৩০ লাখ ৩ হাজার ৫০ টাকা জরিমানা করেছে।