মান্নান হীরা আর নেই

| বৃহস্পতিবার , ২৪ ডিসেম্বর, ২০২০ at ১০:৫৫ পূর্বাহ্ণ

বাংলাদেশ পথনাটক পরিষদের সভাপতি মান্নান হীরা আর নেই। বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতিমণ্ডলীর সদস্য ঝুনা চৌধুরী জানিয়েছেন, গতকাল বুধবার রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর কাকরাইলের ইসলামী ব্যাংক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মান্নান হীরা ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে…রাজেউন)। বাংলাদেশ পথনাটক পরিষদের সাধারণ সম্পাদক আহমেদ গিয়াস জানান, মান্নান হীরার প্রতি শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য মরদেহ আজ বৃহস্পতিবার সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত জাতীয় নাট্যশালা প্রাঙ্গণে রাখা হবে। খবর বিডিনিউজের।
এরপর সেগুনবাগিচা মসজিদে জানাজা শেষে মরদেহ দাফনের জন্য সিরাজগঞ্জের গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হবে। মান্নান হীরা পথ নাটক আন্দোলনে যুক্ত ছিলেন আজীবন। তিনি আরণ্যক নাট্যদলের অধিকর্তা ছিলেন। তিনি মঞ্চ ও টিভির জন্য অসংখ্য নাটক লিখেছেন। তার উর্লেখযোগ্য নাটকগুলোর মধ্যে আছে ‘লাল জমিন’, ‘ভাগের মানুষ’, ‘ময়ূর সিংহাসন’, ‘সাদা-কালো’। ‘মূর্খ লোকের মূর্খ কথা’ মান্নান হীরা রচিত ও নির্দেশিত পথনাটক। ২০০৬ সালে তিনি নাটকের জন্য বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন। পথনাটক, মঞ্চনাটকের পাশাপাশি মান্নান হীরা সরকারি অনুদানের চলচ্চিত্র ‘একাত্তরের ক্ষুদিরাম’ নির্মাণ করেন। ২০১৪ সালে তিনি এটি তৈরি করেন। ‘গরম ভাতের গল্প’ ও ‘৭১-এর রঙপেন্সিল’ নামে দুটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রও পরিচালনা করেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধকেন মিউজিয়ামে ঠাঁই পাচ্ছে না সৌমিত্রর মূর্তি
পরবর্তী নিবন্ধআবারও জুটি