মানুষের মুখে হাসি ফোটানোর ব্রত নিয়ে সারা পৃথিবীতে ছড়িয়ে থাকা লায়ন ও লিও সদস্যরা সম্মিলিতভাবে কাজ করে যাচ্ছেন। সহায় সম্পদে সন্তুষ্ট এই মানবিক মানুষগুলো শহর–নগর, গ্রাম–গঞ্জের অলিতে–গলিতে দিন–রাত চব্বিশ ঘণ্টা অসহায় সম্বলহীন হাজার হাজার দৃষ্টিহীন মানুষের চোখে আলো বিলিয়ে দিচ্ছেন চক্ষুপরীক্ষা, ছানি অপারেশন করে চলেছেন। তাদের উদ্দেশ্য যে কোনো উপায়ে ক্ষুদ্রাতিক্ষুদ্র প্রচেষ্টার মাধ্যমে মানুষের সেবা করা। মানুষের সেবা করে লায়নেরা আনন্দ পান। লায়ন্স ক্লাব অব চিটাগংয়ের সহযোগিতায় হাবিলাসদ্বীপ সমাজ কল্যাণ সংসদের উদ্যোগে আয়োজিত বিনামূল্যে চক্ষুশিবির ও ডায়াবেটিস পরীক্ষা ক্যাম্পে প্রধান অতিথির বক্তব্যে প্রাক্তন জেলা গভর্নর ফোরামের চেয়ারম্যান, দৈনিক আজাদী সম্পাদক লায়ন এম এ মালেক এসব কথা বলেন।
হাবিলাসদ্বীপ সমাজ কল্যাণ সংসদের সভাপতি কনক চৌধুরীর সভাপতিত্বে ও লায়ন্স ক্লাব অব চিটাগংয়ের সেক্রেটারি ইসমাইল চৌধুরী এবং পূজা উদযাপন পরিষদের সেক্রেটারি অরবিন্দু চৌধুরী অঞ্জনের পরিচালনায় উদ্বোধনী সভায় বিশেষ অতিথি ছিলেন লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫বি৪ বাংলাদেশের কেবিনেট সেক্রেটারি আবু বক্কর সিদ্দিকী এবং জিএমটি ডিস্ট্রিক্ট কো–অর্ডিনেটর জাহাঙ্গীর মিয়া। প্রধান বক্তা ছিলেন লায়ন্স ক্লাব অব চিটাগংয়ের প্রেসিডেন্ট বাবুল কান্তি লালা। বক্তব্য দেন, হাবিলাসদ্বীপ সমাজ কল্যাণ সংসদের উপদেষ্টা ডা. পঞ্চানন চক্রবর্তী, লায়ন্স জেলা ৩১৫বি৪ বাংলাদেশের সিনিয়র গভর্নর এডভাইজার সিলভাস্টার বার্নাডেট, জয়েন্ট কেবিনেট ট্রেজারার ইউসুফ চৌধুরী, লায়ন্স ক্লাব অব চিটাগংয়ের ভাইস প্রেসিডেন্ট রেবেকা নাসরিন, ট্রেজারার বাসুদেব সিনহা, পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রকৌশলী রাজিব দাশ, হাবিলাসদ্বীপ সমাজ কল্যাণ সংসদের সাধারণ সম্পাদক যীশুকেশ বিশ্বাস, পূজা উদযাপন পরিষদের অর্থ সম্পাদক দীপেষ চৌধুরী দেবু।
প্রায় ৩ শতাধিক মানুষের চক্ষু ও ডায়াবেটিস পরীক্ষায় লিও ক্লাব অব চিটাগংয়ের প্রেসিডেন্ট শেখ মুনতাসির মামুন এবং লিও ক্লাব অব চিটাগং এরিস্টোক্রেসি কেমব্রিয়ানের প্রেসিডেন্ট লিও ইমদাদুল ইসলাম সৌরভের নেতৃত্বে বিপুল সংখ্যক লিও সদস্য সেবা কার্যক্রম পরিচালনায় অংশ নেন।
বিশেষ অতিথির বক্তব্যে কেবিনেট সেক্রেটারি আবু বক্কর সিদ্দিকী বলেন, দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক সেবার জগতে উজ্জ্বল নক্ষত্র। সেবা কর্মসূচিতে অংশ নেন, লায়ন্স ক্লাব অব চিটাগংয়ের প্রাক্তন ট্রেজারার নূর আকতার জাহান, ডিরেক্টর মহাদেব ঘোষ, সদস্য এডাম ম্যাথিউ গনসালভেস, ফারুক আহাম্মদ, লিও ক্লাব অব চিটাগংয়ের সহ–সভাপতি শাহাদাত হোসেন সাইফ, বাঁধন ঘোষ, সেক্রেটারি মাহমুদুন্নবী রানা, লিও মো. সারোয়ার উদ্দিন আল রিফাত, লিও এমরান খান মেহেদী, লিও সীমান্ত বড়ুয়া, লিও মো. জাহেদ, লিও সাখাওয়াত হোসেন, লিও মো. মামুন, লিও জয় বড়ুয়া, লিও মশিউর ইসলাম রাজু, লিও রাকিবুল আলম তুর্কি, লিও লুৎফর রহমান, লিও সাইফুল ইসলাম, লিও ইমদাদুল ইসলাম সৌরভ, লিও মাহবুব হোসেন, লিও মোহাম্মদ মিহান, লিও মোহাম্মদ রুবাইয়াত, লিও আল মুসতানিজ জনি, লিও জুনায়েদ আশরাফ, লিও মুকতাদুল মাওলা প্রমুখ।