মানব চরিত্র বড্ড জটিল কুটিল আজব গজব এবং বৈচিত্র্যময়। মুখ দিয়ে যা প্রকাশ করে অন্তরে তা ধারণ করে না। অন্তরে যা ধারণ করে মুখ দিয়ে তা প্রকাশিত হয়না। মুখে মধু অন্তরে বিষ। সময় বুঝে কোপ মারার মতো সময়ে বেরিয়ে আসে মুখোশের আড়ালে থাকা চেনা মানুষের অচেনা অজানা চেহারা। কদাকার আলকাতরা কালো ভীবৎস ভয়ংকর রূপ। সাদা মনের মানুষের ভেতরে বিষাক্ত কালোর বসবাস। স্বার্থপরতা কাপুরষতা মানুষকে যেন অন্ধ করে দেয় মুহূর্তেই। লোক–দেখানো দরদ মায়া স্নেহ শ্রদ্ধা ভালোবাসা কর্পুরের মতো উবে যেতে মোটেই সময় লাগে না। সময় লাগে না বিবেক বুদ্ধি বিবেচনা লোপ পেতে। জীবনটা আসলে সাদা সাদা কালা কালা। আলো ঝলমলে রঙিন পৃথিবীর আসল রং কালা। যাবার কালের কাপড়ের রংটাই শুধু সাদা। প্রাণ পাখি উড়ে গেলে নীরব নিথর নির্জীব শরীরটা শুধুই লাশ। মৃত্যুর মতো চিরন্তন নির্ঘাত এবং অবধারিত সত্য কথাটা মনে আসে না বলেই মরার আগের মানুষের এতো ঔদ্ধত্য, দম্ভ আর অহংকার। অথচ মৃত্যু দিনে পাঁচবার মানুষের ঘাড়ের ওপর নি:স্বাস ফেলে চলে যায় যাওয়ার সময় হয়নি বলে। প্রাণ বায়ু নিয়ে বেঁচে থাকলে মানুষ। প্রাণ বায়ু বেরিয়ে গেলে সে হয়ে যায় লাশ। জন্মের সাথে সাথে মরণ পরোয়ানা লেখা হয়ে গেছে। মধ্যকার সময়টুকুই শুধু জীবন। আত্মোপলব্ধির পরে যারা নিজেদেরকে সংশোধন করে তাঁরাই শুধু হেদায়েতপ্রাপ্ত বলে ধারণা। আমাদের সকলের অন্তরের খবর রাখেন অন্তর্যামী।