মানুষের ভেতরটা দেখতে হবে

রেখা নাজনীন | শুক্রবার , ৮ নভেম্বর, ২০২৪ at ৭:১৮ পূর্বাহ্ণ

অন্যের মনে প্রতিনিয়ত স্বপ্ন বুনে দেওয়া মানুষটির মনেও যে প্রতিনিয়ত স্বপ্ন ভাঙে, জানো? অন্যের কষ্ট দূর করে আশা জাগানিয়া মানুষটিরও বুকের ভেতর কষ্ট পেতে পেতে পাথর জমা হয় পাহাড় সমান, খবর রাখো?

অন্যের আঁধারে আলো জ্বালানো মানুষটার জীবনে কী ভয়াল ঘুটঘুটে অন্ধকার, কখনো বুঝতে চেয়েছো? অন্যের মুখে হাসি ফোটানো মানুষটাও যে প্রতিনিয়ত আড়ালে কাঁদে অঝোরে, কখনো শুনেছো? দূরন্ত ছুটে চলা মানুষটির জীবনেও যে কী নিদারুণ থেমে যাওয়ার যন্ত্রনা আছে, খবর নিয়েছো কখনো? অন্যের জীবনে যেন ঠকে যাওয়া, প্রতারিত হওয়ার বেদনা না থাকে, তার জন্য যে মানুষটা প্রতিনিয়ত তোমায় আগলে রাখে, সামলে রাখে, খোঁজ নিয়ে দেখছো কখনো পৃথিবীর সবচেয়ে বড় প্রতারিত হবার বেদনাটা তাকেই কুঁড়ে কুঁড়ে শেষ করে দিচ্ছে কিনা! আমরা শুধু বাইরের মানুষটাকে দেখি। মানুষটার বাইরের মুখোশটাকে দেখি। মানুষটার ভেতরের মানুষকে একবার দেখোতো, কতোটা শূন্যতার বিস্তার নিয়ে বেঁচে আছে সে ক্যানসারের মতো কতোটা নিঃশেষিত হচ্ছে তিলে তিলে অন্যকে খুশী করা, অন্যকে সুখী করার প্রাণান্ত চেষ্টা যার প্রতিনিয়ত জেনেছো কি! কতোটা নিঃস্ব, রিক্ত আর অসুখী সে! বেঁচে থাকতে ভালোবাসো, মরে গেলে কেঁদোনা। ওপারে ভালো থাকার কথা বলো না আর কখনোই। যখন এ পাড়েই তুমি তাকে ভালো থাকতে দিলে না।

পূর্ববর্তী নিবন্ধসামাজিক যোগাযোগ মাধ্যমের সঠিক ব্যবহার উচিত
পরবর্তী নিবন্ধবিনয় ও নম্রতা মুমিনের অনন্য সৌন্দর্য জান্নাতি মানুষের বৈশিষ্ট্য