মানুষের প্রতি ভালোবাসা আনিসকে মহৎ ব্যক্তিতে পরিণত করেছে

বলুয়ারদীঘি খানকায় স্মরণসভায় বক্তারা

| বুধবার , ৪ নভেম্বর, ২০২০ at ১১:০০ পূর্বাহ্ণ

নগরীর বলুয়ারদীঘি খানকায়ে কাদেরিয়া সৈয়্যদিয়া তৈয়্যবিয়ায় সোমবার রাতে মরহুম আনিস আহমদের স্মরণসভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন আনজুমানে রাহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মহসিন। তিনি বলেন, আনিস আহমদ আনজুমান ও গাউসিয়া কমিটির খিদমতে নিজেকে নিবেদন করেছিলেন। মানুষের প্রতি ভালোবাসা তাকে মহৎ ব্যক্তিতে পরিণত করেছিল। সভায় সভাপতিত্ব করেন গাউসিয়া কমিটি কেন্দ্রীয় পরিষদের চেয়ারম্যান পেয়ার মোহাম্মদ। সঞ্চালনায় ছিলেন এরশাদ খতিবী। সভার শুরুতে আল্লামা সৈয়দ মুহাম্মদ তৈয়ব শাহর (র.) মাসিক ফাতেহা অনুষ্ঠিত হয়। বক্তব্য দেন গাউসিয়া কমিটির কেন্দ্রীয় মহাসচিব শাহজাদা ইবনে দিদার, গবেষক ড. মুহম্মদ মাসুম চৌধুরী, অধ্যক্ষ আবু তালেব বেলাল, মাওলানা জসিম উদ্দিন আলকাদেরী, মাওলানা হারুন উর রশীদ চৌধুরী, আ ন ম তৈয়ব আলী, মরহুম আনিস আহমদের সন্তান ফুয়াদ আহমদ ও খানকাহ শরীফের মোতওয়াল্লীবৃন্দ। এর আগে সকালে নূর মোহাম্মদ আলকাদেরী শিশু কিশোর সংগঠনের উদ্যোগে মরহুমের কবরে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়। অনুষ্ঠিত হয় খতমে কুরআন, খতমে গাউসিয়া ও মিলাদ মাহফিল। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনেই ড্রাইভিং লাইসেন্স মুরাদপুরে টিকটিকি চালকের কারাদণ্ড
পরবর্তী নিবন্ধসোনাইছড়িতে কিশোরীর আত্মহত্যা