মানুষের জীবনটা একটা জীবন্ত ক্যানভাস। সে নিজেই তার কর্মের মাধ্যমে সেই ক্যানভাসে ছবি আঁকে। আর বাস্তব জীবন নিয়ে আঁকা ছবি এমন হয় যে, তিনটে মৌলিক রঙকেও যেন পেছনে ফেলে জীবন এই ক্যানভাসে নতুন রঙে রাঙিয়ে দেয়। এই জীবন্ত ক্যানভাসে কতো রঙ যে মিশে থাকে তা বলার অপেক্ষা রাখে না। জীবনের এই জীবন্ত ক্যানভাসের রঙ ছেটানো এমন হয় যে ফেলে দেওয়া, বদলানো বা মুছে ফেলার কোনো সুযোগ, কোনও অপশনই জীবন তার এই ক্যানভাসে কাউকেই দেয় না। রঙ যেটা বসবে, তা একবারই চূড়ান্ত। কিন্তু, আমাদের জীবনের জীবন্ত ক্যানভাসের ছবি একবারই চূড়ান্ত।আমাদের জীবন চলতে থাকে, আর সেই জীবন্ত ক্যানভাসের একেকটা শিল্পকর্ম তৈরি হতে থাকে। কখনোবা শিল্পীর নিপুণ হাতে কখনোবা সৃষ্টিকর্তার ভাগ্যচক্রতে। একটা সময় গিয়ে সেই জীবন্ত ক্যানভাসের মোটামুটি পর্যায়ের একটা কাঠামো দাঁড়িয়ে যায়। দিনশেষে গিয়ে তখন তা হয় একটা শিল্পকর্ম। মানুষের জীবন একটা শিল্পকর্ম। কেউবা জীবনের একেকটা গল্পকে টেনে নিয়ে বলে, জীবন উপন্যাস। কিন্তু আমার মনে হয় মানুষের জীবন একটা জীবন্ত ক্যানভাস। আবার দিনশেষে একটা শিল্পকর্ম।